আইপিএল : অবৈধ বোলিং অ্যাকশনের জন্য মনীশ পাণ্ডে ও সৃজিত কৃষ্ণনকে নিষিদ্ধ করল বিসিসিআই

মুম্বই : রবিবার আইপিএলের মেগা নিলাম। সৌদি আরবে নিলামের এই অনুষ্ঠান হওয়ার আগেই দুসংবাদ পেলেন দুই ভারতীয় বোলার l অবৈধ বোলিং অ্যাকশনের জন্য দুই বোলার মনীশ পাণ্ডে ও সৃজিত কৃষ্ণনকে নিষেধাজ্ঞা দিয়েছে বিসিসিআই।

বিসিসিআই আরও তিন জনকে সন্দেহের তালিকায় রেখেছে l এরা হলেন লখনউ সুপারজায়ান্টস এবং ভারতের টি-টোয়েন্টি দলের সদস্য দীপক হুডা l এছাড়া রয়েছেন সৌরভ দুবে এবং কেসি কারিয়াপ্পা।

এরা এবার আইপিএলের নিলামের তালিকায় রয়েছেন l যেকোনও সময় নিষেধাজ্ঞা আসতে পারে এদের ওপর। শনিবার ফ্র্যাঞ্চাইজিগুলোকে চিঠি দিয়ে এই বিষয়ে জানিয়ে দিয়েছে বিসিসিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =