মিড-ডে মিলের তদন্তে কেন্দ্রের ১১ সদস্যের দল কলকাতায়

এবার মিড-ডে মিল তদন্তে রাজ্যে এল  কেন্দ্রের তরফে ১১ জনের একটি দল। সূত্রে খবর, চার জেলায় মিড-ডে মিলের হাল কী তা সরেজমিনে খতিয়ে দেখবেন তাঁরা। সূত্রে খবর , এদিন প্রথমে তাঁদের বিকাশভবনে বৈঠক রয়েছে। এরপর তাঁদের যাওয়ার কথা উত্তর ২৪ পরগনায়। কারণ, এই উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গা থেকে গত কয়েক মাসে এই মিড ডে মিল নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে। কখনও শিশুদের খাবারে মিলেছে সাপ, কখনও আবার টিকটিকি, ইঁদুর। আর এমন ঘটনার কারণ ঠিক কী তা খতিয়ে দেখতেই এবার রাজ্যে এসেছে দিল্লির ওই টিম। সূত্রে খবর, এই দলে রয়েছেন ইউনিসেফের প্রতিনিধি, অধ্যাপক স্তরের ব্যক্তিবর্গ। তবে এ খবরও মিলেছে তাঁদের ৩০ জানুয়ারি কলকাতায় আশার কথা থাকলেও নির্দিষ্ট দিনের এক দিন আগেই কলকাতার মাটিতে পা রেখেছেন তাঁরা। ২৯ তারিখ রবিবার রাতেই পৌঁছে নিউটাউনের একটি অভিজাত হোটেলে রাত্রিযাপন করেন।

এরপর সোমবার সকাল সাড়ে ন’টার একটু  পরই বিকাশভবনে পৌঁছন কেন্দ্রীয় প্রতিনিধি দলের এই সদস্যরা। সূত্রে খবর, শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা বৈঠক করবেন। এরপর শুরু হবে জেলাসফর। প্রথম দিন উত্তর ২৪ পরগনা জেলায় গিয়ে বেশ কিছু স্কুল পরিদর্শন করার কথা রয়েছে তাঁদের। শুধু উত্তর ২৪ পরগনা নয়, এরপর আরও চারটি জেলা তাঁরা পরিদর্শন করবেন বলে জানা যাচ্ছে।তবে মূলত তাঁদের নজরে উত্তর ২৪ পরগনা ও শিলিগুড়ি।একইসঙ্গে এ খবরও মিলেছে, এই তালিকায় আরও বেশ কিছু জেলার সংযোজন করতে পারেন প্রতিনিধি দলের সদস্যরা। ১১ জনের প্রতিনিধি দল কয়েকটি ভাগে বিভিন্ন জেলাতেও যেতে পারে বলে খবর। এই জেলা পরিদর্শন শেষে  ফের কলকাতা হয়ে এই টিম দিল্লি যাবে।তারপরই রিপোর্ট পেশ হবে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের কাছে।এই রিপোর্টের ভিত্তিতেই সুপারিশ পাঠাবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − seventeen =