শ্রমমন্ত্রীর নির্দেশে ইস্পাত কারখানা ফের চালুর দাবি আইএনটিটিইউসির

নিজস্ব প্রতিবেদন, কাঁকসা: শ্রমমন্ত্রী মলয় ঘটকের নির্দেশে কাঁকসার একটি বেসরকারি ইস্পাত কারখানায় অচলাবস্থা কেটেছে বলে সোমবার এক সাংবাদিক সম্মেলনে জেলা আইএনটিটিইউসি নেতা দীপঙ্কর লাহা দাবি করেন। তিনি জানান, কর্তৃপক্ষের সদিচ্ছায় এবং শ্রমিকদের ইচ্ছায় এবং উভয়পক্ষের সহমতে কারখানা চালু করা হয়েছে সোমবার থেকে। কারখানাটি বন্ধ ছিল ২২ ডিসেম্বর থেকে। দীপঙ্কর লাহার দাবি, তৃণমূল সরকারের আমলে বিনা কারণে কোনও কারখানা বন্ধ থাকবে, তা মেনে নিতে পারে না আইএনটিটিইউসি। সোমবার কারখানার গেটে চালুর বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সোমবার কারখানা চালু হওয়ার খবর চাউর হতেই আনন্দে মেতেছেন শ্রমিকরা।
প্রসঙ্গত, কর্তৃপক্ষের নির্দেশে কাঁকসার বামুনাড়ার এক বেসরকারি ইস্পাত কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। কারখানা বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছিলেন ওই কারখানার শ্রমিকরা। গত কয়েকমাস আগে কয়েকজন শ্রমিককে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। কাজের দাবিতে ও অন্যান্য দাবি নিয়ে শ্রমিকরা বিক্ষোভ দেখিয়েছিলেন। শ্রমিকদের প্রধান দাবি ছিল, চার শ্রমিকের সাসপেনশন তুলে নিতে হবে। বহিরাগতদের নিয়োগ চলবে না, স্থানীয়দের নিয়োগ করতে হবে। শ্রমিক বিক্ষোভের জেরে কর্তৃপক্ষ কড়া পদক্ষেপ করে। কর্তৃপক্ষ কারখানায় বিজ্ঞপ্তি ঝুলিয়ে দেয় উৎপাদন বন্ধের। কর্তৃপক্ষ সাসপেনশন অফ ওয়ার্কের বিজ্ঞপ্তি দেয় এই অভিযোগ তুলে ‘কাজ স্থগিত করার নোটিশ’। শ্রমিকদের দ্বারা চরম অসদাচরণের কারণে কারখানার আইন-শৃঙ্খলার সমস্যা তৈরি হয়েছে। পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত কাজ স্থগিত ঘোষণা করা ছাড়া কর্তৃপক্ষের কাছে আর কোনও বিকল্প নেই। এই ঘটনার জন্য শুধুমাত্র শ্রমিকরাই দায়ী থাকবেন বলে জানিয়ে দেয় কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 8 =