বীরভূম : গুজব ও বেআইনি কার্যকলাপ রুখতে বিশেষ পদক্ষেপ করল বীরভূম জেলা পুলিশ।
বীরভূম জেলার সাঁইথিয়া শহরের অন্তত পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ইন্টারনেট এবং ভয়েস-ওভার-ইন্টারনেট টেলিফোনি পরিষেবা স্থগিত করা হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।
১৪ মার্চ (শুক্রবার) থেকে আগামী ১৭ মার্চ (সোমবার) পর্যন্ত সাঁইথিয়া শহরের অন্তত পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ইন্টারনেট এবং ভয়েস-ওভার-ইন্টারনেট টেলিফোনি পরিষেবা থাকবে। শুক্রবারের সংঘর্ষের প্রেক্ষিতে এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে, মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনীও।