আন্তর্জাতিক স্বীকৃতি যাদবপুরের

দেশ সেরার শিরোপা মিলেছিল আগেই এবার আন্তর্জাতিক স্বীকৃতি পেল যাদবপুর বিশ্ব বিদ্যালয়।কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং কোয়াকোয়ারেলি সাইমন্ডস’র প্রকাশিত বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংয়ে স্থান পাওয়া দেশের ১৫ টি বিশ্ব বিদ্যালয়ের মধ্যে একমাত্র সরকারি অনুদান প্রাপ্ত বিশ্ব বিদ্যালয় হিসাবে স্থান পেয়েছে যাদবপুর।গত জুলাই মাসে দেশের সেরা বিশ্ববিদ্যালয় তালিকায় চতুর্থ স্থানে জায়গা করেছিল যাদবপুর। এবার মিলল আন্তর্জাতিক স্বীকৃতি । পরিবেশ রক্ষা ও সমাজ গঠনে নিরন্তর অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মান পেয়েছে যাদবপুর। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা ১০ বিশ্ববিদ্যালয় হলো, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, ইউনিভার্সিটি অব টরেন্টো, ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া, ইউনিভার্সিটি অব এডিনবার্গ, ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস, ইউনিভার্সিটি অব সিডনি, ইউনিভার্সিটি অব টোকিও, ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া, ইয়েলে ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব অকল্যান্ড।এছাড়া
বিশ্বজুড়ে ৭০০টি শিক্ষাপ্রতিষ্ঠান এই তালিকায় জায়গা পেয়েছে। ভারতের মোট ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান এই তালিকায় এসেছে। তার মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ই একমাত্র রাজ্যের অনুদানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়, যেটি স্বীকৃতি পেয়েছে এই বিভাগে। দেশের মধ্যে অষ্টম স্থান অধিকার করেছে কলকাতার গর্বের এই বিশ্ববিদ্যালয়। পাশাপাশি সারা দেশ থেকে যে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান এই র‍্যাঙ্কিং-এ জায়গা পেয়েছে, তাদের মধ্যে প্রথম স্থানে রয়েছে আইআইটি বম্বে। ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম স্থান দখল করেছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। এই তালিকায় নাম রয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 13 =