তিন মাসে দ্বিতীয়বার সুদ বৃদ্ধি করল বন্ধন ব্যাঙ্ক।একইসঙ্গে ঘোষণা, প্রবীণ নাগরিকদের ৮.৫ শতাংশ এবং অন্যান্যদের ৮ শতাংশ সুদ দেবে বন্ধন ব্যাঙ্ক। নিঃসন্দেহে বর্তমান বাজারের প্রেক্ষিতে এ এক বড় ঘোষণা। একইসঙ্গে এও জানানো হয়, ফিক্সড ডিপজিটেও সুদের হার বাড়াচ্ছেন তারা। প্রাইভেট সেক্টর ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম পরিচিত নাম হল বন্ধন ব্যাঙ্ক। সোমবার বন্ধন ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয় যে তারা সুদের উপর ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করছেন। এই সুদের হার ২ কোটি টাকা পর্যন্ত খুচরা আমানতের ক্ষেত্রে প্রযোজ্য হবে।এই নতুন সুদের নিয়ম ৬ ফেব্রুয়ারি ২০২৩ থেকেই কার্যকর হতে চলেছে। তবে এই সুদের হার সীমিত সময়ের জন্য প্রযোজ্য থাকবে। এই নতুন সুদের হার বৃদ্ধির ঘোষণার পর থেকে , ব্যাঙ্ক সমস্ত ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ সুদের হার অফার করছে। এই বিশেষ অফার ৬০০ দিনের মেয়াদ কালের জন্য থাকতে চলেছে। বন্ধন ব্যাঙ্ক এফডিতে প্রবীণ নাগরিকদের ৮.৫ শতাংশ এবং অন্যান্যদের ৮ শতাংশ পর্যন্ত সুদের হার অফার করছে। বর্তমানে ব্যাঙ্ক ইন্ডাস্ট্রিতে অফার করা সর্বোচ্চ সুদের হার গুলির মধ্যে একটি হতে চলেছে বন্ধন ব্যাঙ্কের এফডি-তে দেওয়া সুদের হার। একইসঙ্গে বন্ধন ব্যাঙ্কের তরফ থেকে এও জানানো হয়, এফডি-তে বিনিয়োগ করতে বন্ধন ব্যাঙ্কের গ্রাহকরা রিটেল ইন্টারনেট ব্যাঙ্কিং অথবা এমবন্ধন মোবাইল অ্যাপের মাধ্যমে তাদের বাড়ি বা অফিস থেকে এফডি বুকিং বা বিনিয়োগের সুবিধা উপভোগ করতে পারবেন।
এফডি-তে ৬ ফেব্রুয়ারি থেকে যে রেটে সুদ দেওয়া হবে তা হল, ৭ থেকে ১৪ দিন ৩ থেকে ৭.৫ শতাংশ, ১৫ থেকে ৩০ দিন ৩.০০ থেকে ৩.৭৫ শতাংশ, ৩১ দিন থেকে ২ মাসের কম ৩.৫০ শতাংশ থেকে ৪.২৫ শতাংশ, ২ মাস থেকে ৩ মাসের কম ৪.৫০ থেকে ৫.২৫ শতাংশ, ৩ মাস থেকে ৬ মাসের কম ৪.৫০ থেকে ৫.২৫ শতাংশ, ৬ মাস থেকে ১ বছরের কম ৪.৫০ থেকে ৫.২৫ শতাংশ, ১ বছর থেকে ৫৯৯ দিন ৭.২৫ থেকে ৭.৭৫ শতাংশ, ৬০০ দিনের জন্য ৮.০০ থেকে ৮.৫০ শতাংশ, ৬০১ দিন থেকে ২ বছরের কম ৭.২৫ থেকে ৭.৭৫ শতাংশ, ২ বছর থেকে ৩ বছরের কম ৭.২৫ থেকে ৭.৭৫ শতাংশ, ৩বছর থেকে ৫ বছরের কম ৭.২৫ শতাংংশ থেকে ৭.৭৫ শতাংশ, ৫ বছরের থেকে ১০ বছর ৫.৮৫ শতাংশ থেকে ৬.৬০ শতাংশ।
প্রসঙ্গত, বন্ধন ব্যাঙ্ক লিমিটেড হল একটি ব্যাঙ্কিং এবং আর্থিক পরিষেবা সংস্থা, যার সদর দফতর কলকাতায়। বন্ধন ব্যাঙ্ক ভারতের ৩৬টি রাজ্য এবং ৩৪ টি ব্রাঞ্চ রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে। একইসঙ্গে বন্ধন ব্যাঙ্কের ৫,৭২৩ টি ব্যাঙ্কিং আউটলেটও রয়েছে। গ্রাহকের সংখ্যা ২.৮৬ কোটিরও বেশি।