কলকাতা : আন্তঃ রাজ্য শিশু পাচার চক্রের হদিস মিলেছে। রাজ্য সচিবালয় নবান্নের নিকটেই। এই ঘটনায় এ পর্যন্ত হাতেনাতে দুজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এ রাজ্যের গোয়েন্দাদের মতে, এতে জড়িত থাকতে পারে আরও অনেকে। এ জন্যই জেরা চলছে।
সোমবার দুপুরে আলিপুরের ভবানী ভবনে এ নিয়ে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানানো হবে। ঘটনায় প্রকাশ, বি – গার্ডেন থানার পুলিশের কাছেও নির্ভরযোগ্য সূত্রে খবর আগাম পৌঁছে যায়। শালিমার স্টেশনে নিয়ে আসা হচ্ছে সদ্যোজাত শিশু মূলত পাচারের উদ্দেশ্যেই। নিরাপত্তা জোরদার করা হয় এবং সাদা পোশাকেও পুলিশ বাহিনী নজর রাখতে শুরু করে।
আ্যন্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট এর সদস্যরা গা ঢাকা দিয়ে বসে অপেক্ষায় ছিলেন স্টেশনের বাইরে। ডিএসপি পদমর্যাদার অফিসারের নেতৃত্বেই এই অপারেশন। এদিকে, বোটানিক্যাল থানার পুলিশ আরও জানান, এজেন্সি বোস রোড এলাকায় শিশু সমেত রবিবার সকালে তাদের ধরা পড়ার পরেই জেরা করা হয়েছে। সেইসঙ্গে হাওড়া আদালতেও হাজির করানো হয়েছে ।