মাধ্যমিক পরীক্ষার্থীর পাশে দাঁড়ালেন কলকাতা পুলিশের আধিকারিক

ফের কলকাতা পুলিশের মানবিক মুখ দেখল তিলোত্তমা। মাধ্যমিক পরীক্ষার ঠিক আগে নগরপাল বিনীত গোয়েল পরীক্ষার্থী এবং তাঁদের অভিভাবকদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, পরীক্ষার্থীদের পাশে থাকবেন কলকাতা পুলিশের কর্মী থেকে শুরু করে সব পর্যায়ের আধিকারিকেরা। এই আশ্বাস যে শুধু মুখের কথা নয় তার আরও একবার প্রমাণ মিলল মঙ্গলবার। এদিন মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষা ছিল। তবে এদিন পরীক্ষা হলে পৌঁচে এক ছাত্রীর নজরে আসে যে সে অ্যাডমিট কার্ড আনতেই ভুলে গেছে। ফের বাডি ফিরে গিয়ে তাঁর পক্ষে এই অ্যাডমিট কার্ড এনে সময় মতো পরীক্ষা হলে প্রবেশ করাও সম্ভব নয়। এমনই এক দ্কভ্রান্ত অবস্থায় ওই ছাত্রীর দিকে হাত বাড়িয়ে দেন কলকাতা পুলিশের ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক পার্থ চট্টোপাধ্যায়। তিনি দ্রুত ওই পরীক্ষীর্থীকে নিজের গাড়িতে করে বাড়ি নিয়ে যান অযাডমিট কার্ড আনতে। এরপর ওই অ্যাডমিট কার্ড নিয়ে যথাসময়ে পরীক্ষা হলে প্রবেশ করে ওই ছাত্রী। এই ঘটনায় ওই পুলিশ আধিকারিকের কাছে কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি দশম শ্রেণির ওই পড়ুয়া। আর কলকাতাবাসীও দেখল বিপদে পড়লে পুলিশ সব সময়ই পাশে আছে সাহায্য করারা জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 3 =