বিশ্ব পরিবেশ দিবসে দূষণ রোধে অভিনব প্রতিবাদ

কলকাতা: প্রতিবছর ৫ই জুন এলে পরিবেশ নিয়ে সচেতনতা কর্মসূচি শুরু হয়। অথচ বছরভর পরিবেশের কথা কেই বা মাথায় রাখে?
আধুনিকতা, আরাম বাড়াতে গিয়ে প্রতিদিন দূষণ বেড়ে চলেছে। বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে ত্রুটি থাকে না, কিন্তু পরিবেশ নিয়ে উদাসীনতা থেকে যায় দিনের পর দিন। নির্বিচারে গাছ কাটা, জলাশয় বুজিয়ে আবাসন চোখের সামনে ঘটতে থাকে। সাধারণ মানুষ বোবা দর্শক। তবু কিছু তো করতে হয়। সচেতনতার প্রসার আজ সবচেয়ে প্রয়োজন। তাই বিশ্ব পরিবেশ দিবসে আপামর মানুষকে মাটি, জল, গাছ নিয়ে ভাবার আর্জি জানিয়ে নিউ টাউনের রাস্তায় প্ল্যাকার্ড হাতে শরীরে প্রতীকি ভাবে গাছ জড়িয়ে হাঁটলেন দুই অভিনেত্রী ও মডেল শ্রীভদ্র ও সন্নতি মিত্র । পেশা তাদের অভিনয় বা মডেলিং হলেও এখানে কিন্তু অভিনয় নেই। বিশ্ব উষ্ণায়নের মাশুল এই ভরা গ্রীষ্মে প্রতিটি মানুষকে দিতে হচ্ছে। প্রচণ্ড দাবদাহ অথচ গাছের ছায়া নেই। জলাশয় শুকনো। এই অবস্থায় শ্রীভদ্র- সন্নতি দু’জনেই জানালেন- ‘আর দেরি নয়, সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে ।’ অন্তরের আহ্বানে পরিবেশ রক্ষার বার্তা নিয়ে তাঁরা নেমেছেন রাস্তায়। বার্তা একটাই পরিবেশ বাঁচলে তবেই বাঁচব আমরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 11 =