কলকাতা: পার্কস্ট্রিটের ওম টাওয়ারের পর কসবার নার্সিংহোম। লিফট ছিঁড়ে পড়ে জখম হলেন চিকিৎসক দম্পতি। দু’জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। তাঁরা বাইপাসে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার দুপুরে কসবা রাজডাঙায় একটি নার্সিংহোমে দুর্ঘটনাটি ঘটে। প্রচণ্ড শব্দ নার্সিংহোমের কর্মী ও রোগীর আত্মীয়রা।প্রায় সকলেই জড়ো হয়ে যান। তাঁরা দেখেন চারতলা থেকে নিচে নামার সময়লিফট ছিঁড়ে পড়েছে। সেই সময় ভিতরে ছিলেন চিকিৎসক দম্পতি। তাঁরাই নার্সিংহোমটি চালান।
তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, দু’জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। তুলনামূলক বেশি চোট পেয়েছেন মহিলা। কসবা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। যান্ত্রিক ত্রুটির জেরে লিফট ছিঁড়ে বিপত্তি বলেই মনে করা হচ্ছে।
প্রসঙ্গত গত ১২ এপ্রিল পার্কস্ট্রিটের ওম টাওয়ারে লিফট ছিঁড়ে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছিল। লিফট মেরামতির কাজের সময় তিন নম্বর লিফটটি ওপরে উঠে যায়। বিল্ডিংয়ের লিফট অপারেটর রহিম ভিতরের দিকে মাথা এগিয়ে দেখছিলেন। লিফট ছিঁড়ে তাঁর ওপর পড়ে গেলেই ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।