সিডনি : ভারতীয় ক্রিকেট দলের ভক্তদের জন্য উদ্বেগজনক মুহূর্ত। শনিবার পঞ্চম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের সকালে অধিনায়ক জসপ্রিত বুমরাহকে এসসিজি ত্যাগ করতে হয়েছে। মাঠ ছাড়ার আগে বুমরাহ ৮ ওভার বল করেছিলেন। অস্ট্রেলিয়ার ইনিংসের সপ্তম ওভারে মারনাস ল্যাবুসচেনের উইকেট তুলে নেন ভারত অধিনায়ক।
তবে লাঞ্চের পর এক ওভার বল করেই মাঠ ছেড়েছেন ভারত অধিনায়ক। যদিও সেই সময়ে এটি একটি গুরুতর সমস্যা বলে মনে হয়নি, বুমরাহ মাঠ কর্মীদের সাথে স্টেডিয়াম ছেড়ে চলে যান।
পরে ধারাভাষ্যকাররা প্রকাশ করেন যে বুমরাহ স্ক্যানের জন্য নিকটতম চিকিৎসা কেন্দ্রে গেছেন। জানা গেছে যে, তিনি পিঠে ব্যথা অনুভব করছেন এবং বিষয়টি পরীক্ষা করতে হবে।
ধারাভাষ্যের দায়িত্বে থাকা রবি শাস্ত্রী বলেন, এসসিজি থেকে বড় খবর হল যে ভারতীয় বোলিং আক্রমণের মূল স্তম্ভ মাঠ ছেড়েছে। তিনি ডাক্তারের সাথে দেখা করতে গেছেন কিছু স্ক্যানের জন্য।