রবিবার থেকেই জীবন্ত আগ্নেয়গিরি হিসাবে পরিচিত মাউন্ট মেরাপিতে শুরু হয়েছে অগ্ন্যুৎপাত। কয়েকদিন আগেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল ইন্দোনেশিয়ার বহু এলাকা। তার পরেই রবিবার থেকে শুরু হয়েছে ভয়ানক অগ্ন্যুৎপাত।
অগ্ন্যুৎপাতের কবলে পড়ে মৃত্যু হল ১১ পর্বতারোহীর। এখনও খোঁজ মেলেনি ১২ জনের। আগ্নেয়গিরির মধ্য থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে তিনজনকে।
শনিবার থেকে ৭৫ জন পর্বতারোহী মাউন্ট মেরাপিতে গিয়েছিলেন। তার মধ্যে ১১ জনের মৃতদেহ পাওয়া গিয়েছে। জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে ৩ জনকে। তবে এখনও ১২ জনের খোঁজ মেলেনি। বাকি ৫৪ জনকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
মধ্য জাভার সীমানা এলাকায় অবস্থিত এই পর্বতকে ইন্দোনেশিয়ার সবচেয়ে জীবন্ত আগ্নেয়গিরি হিসাবে ধরা হয়।