রোহিত-বাবরদের ডুয়েল ভেস্তে দিতে পারে বৃষ্টি, আশঙ্কা আবহাওয়া দপ্তরের

বিশ্বকাপে বহু প্রতীক্ষিত ভারত-পাক মহারণে জল ঢেলে দিতে পারে আবহাওয়া। আগামী রবিবার মেলবোর্নে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস বলছে, যে সময় বাবর-রোহিতদের মুখোমুখি হওয়ার কথা সেসময় মেলবোর্নে বৃষ্টির সম্ভাবনা ৬৫ শতাংশ।
স্থানীয় আবহাওয়া দপ্তর সূত্রের খবর, শুক্রবার থেকেই মেলবোর্নে বৃষ্টিপাত শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সঠিকভাবে বলতে গেলে শুক্রবার রাতে স্টেডিয়ামের আশপাশে বৃষ্টির সম্ভাবনা প্রায় ৯৬ শতাংশ। শনিবার সারাদিনও প্রবল বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। রবিবার বৃষ্টির সম্ভাবনা খানিকটা কমে হতে পারে ৬৫ শতাংশ। ভারী বৃষ্টি না হলেও হতে পারে হালকা বৃষ্টি। আর যদি ম্যাচের সময় বৃষ্টি নাও হয়, তাও আকাশ মেঘাচ্ছন্ন থাকবেই।

স্থানীয় আবহাওয়া দপ্তরের এই পূর্বাভাস যদি সত্যি হয়, তাহলে মহারণে নামার আগে নতুন করে ভাবতে হবে ভারত ও পাকিস্তানকে। দুই দলকেই নিজেদের পরিকল্পনায় বদল আনতে হবে। কারণ মেঘলা আবহাওয়ায় পেসারদের বল সুইং হওয়ার প্রবণতা বেশি থাকে। সেক্ষেত্রে শাহিন আফ্রিদি বা ভুবনেশ্বর কুমাররা আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন। সমস্যায় পড়তে পারেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। সমস্যার সম্মুখীন হবেন বাবর আজমরাও। সেসব সমীকরণ মাথায় রেখেই দল সাজাতে হবে দুই দলের টিম ম্যানেজমেন্টকে। যদিও ভারতীয় অধিনায়ক আগেই জানিয়ে দিয়েছেন প্রথম ম্যাচের জন্য প্রথম একাদশ তৈরি করে ফেলেছেন তিনি।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে এমনিতেই আকাশে মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। ব্রিসবেনে এমনিতেই গত দু’দিন বৃষ্টি হয়েছে। যার জেরে বাতিল হয়ে গিয়েছে ভারতের দ্বিতীয় অনুশীলন ম্যাচ। আবার বাংলাদেশের দ্বিতীয় অনুশীলন ম্যাচও বৃষ্টিতে ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে। সব মিলিয়ে আবহাওয়া বিশ্বকাপের আগে ভালরকম চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে আয়োজকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 18 =