নয়াদিল্লি : বুধবারের পরে বৃহস্পতিবারেও ইন্ডিগোর উড়ানে সমস্যা অব্যাহত। দুপুর পর্যন্ত সারা দেশে বিভিন্ন বিমানবন্দর মিলিয়ে প্রায় একশোর বেশি উড়ান বাতিল হয়েছে সংস্থার। এর মধ্যে দিল্লি থেকে ৩৮টি, বেঙ্গালুরু থেকে ৪২টি, মুম্বই থেকে ৩২টি, হায়দরাবাদ থেকে ১৯টি, কলকাতা থেকে ৬টি উড়ান বাতিল হয়েছে। সকাল থেকে কলকাতায় ইন্ডিগোর ৪০টির বেশি বিমান দেরিতে পৌঁছেছে।
বিমান ছাড়ার ক্ষেত্রেও বিলম্ব হচ্ছে। বিমান সংস্থার পক্ষ থেকে যাত্রীদের ট্র্যাভেল অ্যাডভাইসরি দেখার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু অভিযোগ, উড়ানে বিলম্বের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিমান ছাড়ার পরিবর্তিত সময় জানানোর ব্যবস্থা থাকলেও যাত্রীদের হয়রানি এড়ানো যাচ্ছে না। অনেকেই বিভিন্ন গন্তব্যে সংযোগকারী উড়ান ধরতে গিয়ে সমস্যায় পড়ছেন। দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে তাঁদের।

