নয়াদিল্লি : আমাদের স্বদেশীয় খেলাগুলি এখন জনপ্রিয় সংস্কৃতির অংশ হয়ে উঠছে। রবিবার মন কি বাত অনুষ্ঠানে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমাদের স্বদেশীয় খেলাগুলি এখন জনপ্রিয় সংস্কৃতির অংশ হয়ে উঠছে। বিখ্যাত র্যাপার হনুমানকিন্ডের নতুন গান ‘রান ইট আপ’ আজকাল বেশ বিখ্যাত হয়ে উঠছে। আমাদের ঐতিহ্যবাহী মার্শাল আর্ট যেমন কালারিপায়াত্তু, গাটকা এবং থাং-তাও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।”
মন কি বাতের ১২০-তম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “আমাদের গ্রামের মানুষ, বিশেষ করে আদিবাসী সম্প্রদায় মহুয়া ফুলের গুরুত্ব সম্পর্কে খুব ভালো করেই জানে। মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলায় মহুয়া ফুল থেকে কুকি তৈরি করা হচ্ছে।
মধ্যপ্রদেশের রাজাকোহ গ্রামের চার বোনের প্রচেষ্টায় মহুয়া ফুল থেকে তৈরি কুকি খুব জনপ্রিয় হয়ে উঠছে। তেলেঙ্গানার আদিলাবাদ জেলায়ও দুই বোন মহুয়া ফুল নিয়ে একটি নতুন পরীক্ষা চালিয়েছেন।”