আচমকাই অসুস্থ ভারতের সহ অধিনায়ক ! খেলবেন না দিলীপ ট্রফি, অনিশ্চিত এশিয়া কাপ

ভারতের উদীয়মান ব্যাটার ও বর্তমান টেস্ট অধিনায়ক শুভমান গিল আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন টেস্ট সিরিজ খেলে দেশে ফেরার পর তাঁর অংশ নেওয়ার কথা ছিল দলীপ ট্রফিতে। তবে হঠাৎ শারীরিক সমস্যার কারণে সেই পরিকল্পনায় ভাঁটা পড়েছে। গিলকে ঘিরে এখন প্রধান প্রশ্ন—তিনি কি আদৌ দলীপ ট্রফিতে খেলতে পারবেন? এবং আরও বড় প্রশ্ন—আসন্ন এশিয়া কাপে কি তাঁকে পাওয়া যাবে?

একটি ক্রীড়াবিষয়ক ওয়েবসাইটের প্রতিবেদনে দাবি করা হয়েছে, গিল হঠাৎ জ্বরে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকরা তাঁর শারীরিক পরীক্ষা করেছেন এবং রক্তপরীক্ষার রিপোর্ট বিসিসিআইয়ের কাছে জমা দেওয়া হয়েছে। যদিও প্রাথমিকভাবে উদ্বেগের কোনও কারণ নেই বলেই জানা গিয়েছে। আপাতত তাঁকে চণ্ডীগড়ে নিজের বাড়িতে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। চিকিৎসকেরা মনে করছেন, দ্রুত সেরে ওঠার জন্য বিশ্রামই এখন সবচেয়ে জরুরি।

আগস্টের শেষ সপ্তাহ থেকে শুরু হচ্ছে দলীপ ট্রফি। উত্তরাঞ্চলের দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল শুভমান গিলের। তবে বর্তমান পরিস্থিতিতে তাঁর খেলার সম্ভাবনা কার্যত ক্ষীণ। বিসিসিআই বা উত্তরাঞ্চলের কর্তারা এখনো এ নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি, তবে গিলের না খেলার সম্ভাবনাই প্রবল। ফলে প্রশ্ন উঠছে, গিল না খেললে উত্তরাঞ্চলের অধিনায়কত্বের দায়িত্ব কার হাতে যাবে?

তবে বোর্ড সূত্রে খবর, মূল চিন্তা এখন এশিয়া কাপকে ঘিরেই। ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট। টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক হিসেবে গিলকে সেখানে প্রয়োজন ভারতের। তাই তাঁকে দলীপ ট্রফিতে খেলানো নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চাইছে না বিসিসিআই। ধারণা করা হচ্ছে, পুরোপুরি ফিট করানোর জন্যই গিলকে দলীপ ট্রফি থেকে বিরতি দেওয়া হতে পারে।

উল্লেখযোগ্য বিষয় হলো, গিলকে এশিয়া কাপে সহ-অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েই সম্প্রতি বিতর্ক সৃষ্টি হয়েছিল। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, দীর্ঘদিন টি-টোয়েন্টি দলে নিয়মিত না খেলা এক ক্রিকেটারকে কীভাবে সহ-অধিনায়ক করা হলো। তবে অধিনায়ক সূর্যকুমার যাদব এই নিয়ে পরিষ্কার যুক্তি দিয়েছেন। তাঁর কথায়, “যখন গিল ভারতের হয়ে শেষ টি-টোয়েন্টি খেলেছিল, তখন আমি অধিনায়ক ছিলাম আর ও ছিল সহ-অধিনায়ক। সেখান থেকেই আমাদের টি-টোয়েন্টির নতুন চক্র শুরু হয়। এরপর গিল টেস্ট ক্রিকেটে ব্যস্ত হয়ে পড়ে, ফলে সেভাবে টি-টোয়েন্টিতে নামতে পারেনি। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ খেলেছে। তাই স্বাভাবিকভাবেই সে দলে ফিরেছে।”

সব মিলিয়ে, শুভমান গিলকে ঘিরে এখন এক ধরনের দ্বৈত পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে দলীপ ট্রফিতে তাঁর অংশগ্রহণ প্রায় অসম্ভব হয়ে পড়েছে, অন্যদিকে এশিয়া কাপে তাঁর উপস্থিতি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভক্ত ও ক্রিকেটপ্রেমীদের চোখ এখন তাঁর সুস্থতার দিকে। বিসিসিআইও চাইছে, গিল দ্রুত সেরে উঠে এশিয়া কাপে দেশের হয়ে মাঠে নামুন। আপাতত চণ্ডীগড়ে নিজের বাড়িতেই তিনি বিশ্রামে রয়েছেন, আর দেশজুড়ে ক্রিকেটপ্রেমীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − sixteen =