এশিয়ান গেমসের প্রথম দিন এখনও অবধি ভারতের ঝুলিতে ৫টি পদক এসেছে। পাশাপাশি মেয়েদের ক্রিকেটে পদক নিশ্চিত করেছে ভারত। আগামিকাল এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামবে ভারতের মেয়েরা। এশিয়াডের প্রথম দিন পদক প্রাপ্তির মাঝেই হতাশ হতে হল ভারতীয় ভলিবল প্লেয়ারদের। রোয়িং, শুটিং থেকে এশিয়ান গেমসের প্রথম দিন পদক প্রাপ্তির দিন ভলিবলে শক্তিশালী জাপানের কাছে হেরে গেল ভারতীয় টিম। দক্ষিণ কোরিয়া, চাইনিজ তাইপেকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন অমিত, হরি প্রসাদরা। কিন্তু এশিয়ান গেমসে ভলিবলে সবচেয়ে সফল টিম জাপানের কাছে আটকে গেল ভারত। কিন্তু যে লড়াই করেছেন শামিমউদ্দিন-ভিনিতরা, তা যথেষ্ট প্রশংসনীয়। ভারতকে স্ট্রেট সেটে হারিয়ে পুরুষদের ভলিবলের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে জাপান। এশিয়ার মধ্যে ব়্যাঙ্কিয়ের শীর্ষে রয়েছে জাপান। প্রথম সেট থেকেই ভারতের বিরুদ্ধে দাপট দেখাতে থাকে জাপানি ভলিবলাররা। এক সময় প্রথম সেটে ৬-১০ পিছিয়ে ছিল ভারত। সেখান থেকে লড়াই করে শেষ অবধি ভারত প্রথম সেটটা শেষ করে ১৬-২৫। দ্বিতীয় সেটেও ঠিক একই রকম ভাবে আক্রমণ করতে থাকে জাপান। অবশ্য ভারতের ভলিবলাররাও হাল ছাড়েননি। দ্বিতীয় সেটে জাপান জেতে ২৫-১৮ ব্যবধানে। পরপর ২টো সেট হেরে রীতিমতো চাপে পড়ে যায় ভারত। ডু অর ডাই সিচুয়েশনের মুখে তৃতীয় সেটের খেলা শুরু করে ভারত। জাপান শেষ অবধি পরপর তিন পয়েন্ট তুলে লিড নেয়। এক একটা পয়েন্টের জন্য মরিয়া হয়ে লড়ছিলেন ভিনিত-গুরুরা। শেষ অবধি ২৫-১৭ ব্যবধানে তৃতীয় সেট জিতে সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলে জাপান। আর এই নিয়ে তৃতীয় বার এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ হকি দল জাপানের কাছে নকআউটে হেরে গেল।