ভারতের জন্য এটি মাইলফলকের ম্যাচ। টি-টোয়েন্টি ফরম্যাটে ২০০তম ম্যাচ খেলল ভারতীয় দল। এই ফরম্যাটে ভারতের চেয়ে একমাত্র পাকিস্তানই বেশি ম্যাচ খেলেছে। মাইলফলকের ম্যাচে অভিষেক হল পেসার মুকেশ কুমার এবং মিডল অর্ডার ব্যাটার তিলক ভার্মার। মুকেশ উইকেট না পেলেও স্লগ ওভারে অনবদ্য বোলিং করলেন। তিলক ভার্মা আইপিএলে পরিচিত নাম। গত দুই সংস্করণেই অনবদ্য পারফর্ম করেছেন মুম্বই ইন্ডিয়ান্সের এই তরুণ ব্যাটার। সেই ছন্দ দেখা গেল আন্তর্জাতিক ক্রিকেটেও। কিন্তু তাঁর লড়াই কাজে এল না। ওয়েস্ট ইন্ডিজের অনবদ্য বোলিংয়ের সামনে অবাক আত্মসমর্পণ ভারতীয় ব্যাটিংয়ের। সঙ্গে দুটি রানআউট। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল। ওয়ান ডে সিরিজে দলের দুই সিনিয়র ক্রিকেটার জোসন হোল্ডার ও নিকোলাস পুরানকে পায়নি ওয়েস্ট ইন্ডিজ। নিকোলাস পুরান খেলছিলেন মেজর লিগ ক্রিকেটে। সেখানে অনবদ্য ছন্দে ছিলেন। দেশের জার্সিতে ফিরে নজর কাড়লেন। যুজবেন্দ্র চাহালের প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজকে লড়াই করার মতো স্কোরে পৌঁছতে সাহায্য করেন নিকোলাস পুরান ও অধিনায়ক রোভম্যান পাওয়েল। ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৯ রান করে। স্কোর আরও বাড়তে পারত। ১৯তম ওভারে জোড়া উইকেট নেন অর্শদীপ। শেষ ওভারে অনবদ্য বোলিং করেন মুকেশ কুমারও। ভারতের কাছে ১৫০ রানের লক্ষ্যটা খুবই সহজ মনে হয়েছিল। শুরুটা যদিও ভালো হয়নি। পাওয়ার প্লে-তে দুই ওপেনার শুভমন গিল ও ঈশান কিষাণের উইকেট হারিয়ে ৪৫ রান তোলে ভারত। সূর্যকুমার যাদব ও অভিষেককারী তিলক ভার্মা পরিস্থিতি কিছুটা সামাল দেন। স্কাই ফেরেন ২১ বলে ২১ রানে। তিলক ভার্মা ২২ বলে ৩৯ রানের ভরসাযোগ্য ইনিংস খেলেন। ক্রিজে হার্দিক পান্ডিয়া ও সঞ্জু স্যামসন থাকায় ভারতের জয় সময়ের অপেক্ষা মনে হচ্ছিল। ভারতীয় ইনিংসের ১৬তম ওভারে ম্যাচের রং বদলে দেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। জোড়া উইকেট মেডেন জেসন হোল্ডারের ওভারে। এরপরই ভেঙে পড়ে ভারত। শেষ তিন ওভারে ভারতের লক্ষ্য দাঁড়ায় ৩২ রান। ক্রিজে অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব। অক্ষর ক্রিজে থাকায় তখনও আশা ছিল। শেষ দু ওভারে ১২ রানের লক্ষ্য। কিন্তু ১৯তম ওভারের প্রথম বলে অক্ষর ফিরতেই আশা কমতে থাকে। অর্শদীপ জোড়া বাউন্ডারিতে ম্যাচ জমিয়ে দেন। শেষ ওভারে লক্ষ্য দাঁড়ায় ১০ রান। শেষ বলে বাকি ১ উইকেট, প্রয়োজন ছয়, নামেন অভিষেককারী মুকেশ। ৪ রানের রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় ওয়েস্ট ইন্ডিজ।