একাই প্র্যাক্টিসে নেমে পড়লেন ছন্দে থাকা ভারতের ব্যাটার !

বুধবার অনুশীলন ছিল ভারতীয় টিমের। যদিও বৃহস্পতিবার ছুটি দেওয়া হয়। বোর্ডের হোয়াটসঅ্যাপ গ্রুপে যে শিডিউল দেওয়া হয়েছে, তাতে বৃহস্পতিবার ছুটি ছিল ভারতীয় টিমের। আজ অর্থাৎ শুক্রবার ফের প্র্যাক্টিসে নামবে টিম ইন্ডিয়া। যদিও গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগের দিন আবার অনুশীলনে ছুটি।

২ মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। দু-দলেরই সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। শেষ ম্যাচটি সেমিফাইনালের প্রস্তুতি বলা যায়। জয়ের হ্যাটট্রিক করেই সেমিতে নামার সুযোগ। বৃহস্পতিবার টিমের প্র্যাক্টিসের ছুটি থাকলেও একাই অনুশীলনে নেমে পড়লেন ছন্দে থাকা ভারতীয় ব্যাটার।
টুর্নামেন্টের শুরুতে বাংলাদেশকে হারিয়েছে ভারত। সেঞ্চুরির ইনিংস খেলেন ভাইস ক্যাপ্টেন শুভমন গিল। পাকিস্তানের বিরুদ্ধেও দুর্দান্ত পারফর্ম করছিলেন। কিন্তু লেগ স্পিনার আবরার আহমেদের একটি অনবদ্য ডেলিভারিতে বোল্ড হন। টানা চার ইনিংসে দুটি হাফসেঞ্চুরি, সেঞ্চুরির পর পাকিস্তানের বিরুদ্ধে হাফসেঞ্চুরির আগে আউট। শুভমনকে যে এই আউটের ধরন চ্য়ালেঞ্জে ফেলেছে, তাঁর ডেডিকেশনেই বোঝা যায়।

টিমের প্র্যাক্টিস সেশন অফ থাকলেও শুভমন গিল সাপোর্ট স্টাফ এবং থ্রো ডাউন স্পেশালিস্টদের নিয়ে ব্যক্তিগত সেশনে নেমে পড়েন। ব্যক্তিগত ট্রেনিং সেশন হলেও ম্যারাথন অনুশীলন করেন শুভমন গিল। দুবাইয়ের পিচে স্পিনাররা সাহায্য পাচ্ছেন। নিউজিল্যান্ড টিমে মিচেল স্যান্টনার, মাইকেল ব্রেসওয়েল, গ্লেন ফিলিপসের মতো স্পিনাররা রয়েছেন। রাচিন রবীন্দ্রর কথাও ভুললে চলবে না। শুভমন যেন তারই প্রস্তুতি সেরে রাখলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =