দেশে ও বিদেশে ভারতের হার, বল বিকৃতির মারাত্মক অভিযোগে বিদ্ধ ভারত এ দল

ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে সিরিজ হেরেছে রোহিত শর্মার ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে ভারত এ দলও হারল। সেই সঙ্গে ভয়ঙ্কর বল বিকৃতির অভিযোগে বিদ্ধ হল ভারত এ দল। যদিও ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে বল বিকৃতি হয়নি ভারত ও অস্ট্রেলিয়া এ দলের বেসরকারি টেস্টে।

ভারত ও অস্ট্রেলিয়া এ দলের বেসরকারি টেস্ট ম্যাচের শেষ দিন ছিল বিতর্কে মোড়া। বল বিকৃতির অবিযোগ উঠল ভারত এ দলের বিরুদ্ধে। গ্রেট বেরিয়ার রিফ অ্যারিনায় উত্তেজনা ছিল চরমে। আম্পায়াররা বল পরিবর্তন করতে বাধ্য হন। আগের দিন যে বলে খেলা হয়েছিল, সেই বলটাই পরিবর্তন করেন আম্পায়াররা।

দিনের শুরুতেই দুই আম্পায়ার বেন ট্রেলোয়ার ও শন ক্রেগ একাধিক ভারতীয় প্লেয়ারের সঙ্গে আলোচনা শুরু করেন। বল পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়। আম্পায়ারের এহেন সিদ্ধান্তে ভারতীয় প্লেয়াররা প্রবল চটে যান। আম্পায়ারদের সঙ্গে কথাবার্তা বলতেও দেখা যায় ভারতীয় ক্রিকেটারদের। মিডিয়ায় যে খবর প্রকাশিত হয়েছে, তাতে জানা যাচ্ছে শন ক্রেগ ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে বল খোটার অভিযোগ আনেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে এক প্রতিবেদন অনুযায়ী, বল বিকৃতির সরাসরি অভিযোগ আনা হয়নি ভারত এ দলের বিরুদ্ধে। বল কেন পরিবর্তন করা হল, সেই ব্যাপারে অবশ্য বিশদে কথা বলেননি আম্পায়ার ক্রেগ। ক্রিকেট অস্ট্রেলিয়ার রিপোর্ট অনুযায়ী, বলের আকার পরিবর্তিত হওয়ার জন্য তা পরিবর্তন করা হয়। উইকেট কিপার-ব্যাটার ঈশান কিষাণকে উত্তেজিত ভাবে বলতে শোনা যায়, ‘’ভেরি স্টুপিড।’’ যার উত্তরে আম্পায়ার ক্রেগ সতর্ক করে ঈশান কিষাণকে বলেন, ‘’অসন্তোষ প্রকাশ করার জন্য তোমার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে।’’

বলের আকার বদলে যাওয়ার জন্য আম্পায়াররা পাঁচ রান পেনাল্টি দেওয়া থেকে বিরত থাকেন। বেসরকারি টেস্ট ম্যাচ অবশ্য অস্ট্রেলিয়া এ দল জিতে নেয় সাত উইকেটে। প্রথম ইনিংসে ভারত এ দল ১০৭ রানে ধসে যায়। ভারতীয় ব্যাটারদের টেকনিকে গলদ প্রকট হয়। অস্ট্রেলিয়া এ দল ১৯৫ রানে শেষ হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ভারত এ দল ৩১২ রান করে। জয়ের জন্য অস্ট্রেলিয়া এ দলের দরকার ছিল ২২৫ রান। তিন উইকেট হারিয়ে অজি এ দল ম্যাচ জিতে নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =