বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে সোনা জয় ভারতের জ্যোতি-অদিতিদের

বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ইতিহাস ভারতের মেয়েদের। ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে ভারতের মেয়েদের কমপাউন্ড আর্চারি টিম বার্লিনে লক্ষ্যভেদ করে তিরন্দাজিতে দেশকে সোনা এনে দিয়েছেন। বার্লিনে চলা ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে মেয়েদের কমপাউন্ড ফাইনালে মেক্সিকোকে হারিয়ে এই ইতিহাস তৈরি করেছেন ভারতের তিন কন্যা। জ্যোতি সুরেখা ভেন্নাম, অদিতি স্বামী ও প্রণীত কৌরের হাত ধরে সোনা এসেছে দেশে। ফাইনালে ভারতের মেয়েরা ২৩৫-২২৯ ব্যবধানে হারায় মেক্সিকোর মেয়েদের। জ্যোতি-অদিতিরা এ বারের বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপ থেকে দেশকে প্রথম সোনার পদক এনে দিলেন। শুধু ফাইনালে মেক্সিকোকে হারানোই ভারতের এই টুর্নামেন্টে সেরা পারফরম্যান্স ছিল না। একাধিক কঠিন প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের মেয়েরা। এর আগে ভারতের মেয়েরা এই টুর্নামেন্টের সেমিফাইনালে হারিয়েছিলেন কলম্বিয়াকে। ওই ম্যাচে ভারত ২২০-২১৬ ব্যবধানে জিতেছিল। তার আগে কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপেকে ২২৮-২২৬ ব্যবধানে হারিয়েছিল ভারত। ওয়ার্ল্ড আর্চারির তরফ থেকে টুইটারে ভারতের জয়ের এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। এবং ক্যাপশনে লেখা হয়েছে, ‘ভারতের ঐতিহাসিক জয়। বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পাওয়া গেল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − 1 =