স্মৃতির শততম ম্যাচে একপেশে জয় ভারতের

এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ। থাইল্যান্ডের বিরুদ্ধে ৯ উইকেটের বিশাল জয় ভারতের। আপাতত পয়েন্ট টেবলে শীর্ষস্থান ধরে রাখল ভারত। গ্রুপে পাকিস্তানের ম্যাচ এখনও বাকি। তাদের ম্যাচের উপর কিছুটা নির্ভর করবে শীর্ষে থেকেই সেমিফাইনালে যাবে কিনা ভারত। এ দিনও খেললেন না নিয়মিত অধিনায়ক হরমনপ্রীত কৌর। নেতৃত্ব দিলেন স্মৃতি মন্ধানা। কেরিয়ারের শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ স্মৃতির। একদিকে নেতৃত্ব দেওয়া, তেমনই বিশাল জয়। মাইলফলকের ম্যাচ স্মরণীয় হয়ে রইল স্মৃতির জন্য। ভারতের স্পিন দাপটের সামনে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে ব্যর্থ থাইল্যান্ডও। এর আগের ম্যাচগুলিতে নজর কাড়ছিল থাইল্যান্ড। ভারতের দুই স্পিনার স্নেহ রানা এবং দীপ্তি শর্মা অনবদ্য পারফর্ম করেন। বৃহস্পতিবার সেমিফাইনাল।

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক স্মৃতি মন্ধানা। ভারতীয় শিবিরে কিছুটা হলেও বাড়তি ভাবনায় ছিলেন থাইল্য়ান্ডের নথকন চন্তম। পাকিস্তানের মতো শক্তিশালী দলকে হারিয়েছিল থাইল্যান্ড। ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন চন্তম। এ দিন নজর কাড়তে পারলেন না। তৃতীয় ওভারে প্রথম উইকেট হিসেবে ফেরেন চন্তমই। থাইল্যান্ডের আর এক ওপেনার নন্নাপত কোঞ্চারোয়েঙ্কাই ১২ রান করেন। এটিই থাইল্যান্ড ইনিংসে সর্বাধিক রান। বাকি সকলেই এক অঙ্কের রানে ফেরেন। ভারতের তিন স্পিনার স্নেহ রানা, দীপ্তি শর্মা এবং রাজেশ্বরী গায়কোয়াড় বেশিরভাগ উইকেট নিয়েছেন। স্নেহ রানা ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৩ উইকেট নেন। দীপ্তি এবং রাজেশ্বরী ২টি করে উইকেট নেন। মাত্র ৩৭ রানেই অলআউট থাইল্যান্ড। ভারত পাওয়ার প্লে-র ৬ ওভারেই শেফালির বর্মার উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায়।

শততম আন্তর্জাতিক টি ২০। স্মরণীয় জয়। ম্যাচের পর অধিনায়ক স্মৃতি মন্ধানা বলছেন, ‘এই মাইলফলক দলের সকলের সঙ্গে ভাগ করে নিতে চাই। আমাদের বোলিং বিভাগ অনবদ্য পারফর্ম করেছে। থাইল্যান্ড এই ম্যাচটা ভালো খেলতে পারেনি। তবে ওরা কিন্তু টুর্নামেন্টে ভালো পারফর্ম করেছে। দুই দিন পর সেমিফাইনাল। আপাতত সেই ম্যাচেই নজর দিতে চাই।’ ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৩ উইকেট নেওয়া স্নেহ রানাকেই ম্যাচের সেরা বেছে নেওয়া হয়। স্নেহ রানা বলেন, ‘বোলিংয়ে উল্টোদিক থেকে সাহায্য পাচ্ছিলাম। কোচ, অধিনায়ক, সতীর্থ সকলেই আমার উপর ভরসা রেখেছে। যতটুকু সুযোগ পেয়েছি, কাজে লাগানোর চেষ্টা করেছি। আগামী দিনে সেই পরিকল্পনাই থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =