বাংলাদেশকে হারিয়ে সাফ গ্রুপের শীর্ষে ভারতের মেয়েরা

সাফ অনুর্ধ্ব-১৭ মহিলা চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২-০ গোলে হারাল ভারত। প্রথম ম্যাচে নেপালের বিরুদ্ধে ৭-০ বড় ব্যবধানে জয় পেয়েছিল ভারতের মেয়েরা। শুক্রবার থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে প্রথমার্ধেই এক গোলে এগিয়ে যায় ভারত। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ কিছুটা আক্রমণাত্মক খেললেও ভারতের রক্ষণ ভাঙতে পারেনি।

ভারতের হয়ে প্রথম গোলটি করেন পার্ল ফার্নান্দেজ। ১৪ মিনিটেই মাঝমাঠ থেকে ডি-বক্সের সামনে বল পেয়ে যান পার্ল। বাঁ পায়ের শটে বল জালে জড়িয়ে দেন তিনি। বাংলাদেশের গোলকিপার ইয়ারজান বেগম চেষ্টা করেও শট বাঁচাতে ব্যর্থ। দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে আলিশার কর্নার থেকে ভলিতে ব্যবধান বাড়িয়ে নেন ভারতের বনিপিলা শুলাই। টানা দুই ম্যাচে জয় পেয়ে ছয় পয়েন্টস নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ভারত। এর আগে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মেয়েরা খেলেছিল ২০২৪ সালে সাফ অনূর্ধ্ব-১৬ পর্যায়ে। যেখানে গ্রুপ পর্বে তারা ভারতকে হারিয়েছিল ৩-১ গোলে এবং ফাইনালে টাইব্রেকারে হারিয়েছিল।
অন্যদিকে ভারতীয় পুরুষ দলের কোচ খালিদ জামিলের নেতৃত্বে ব্যাঙ্গালোরে জাতীয় দলের শিবিরে যোগ দিলেন ইস্টবেঙ্গলের তিন ফুটবলার। আনোয়ার আলি, নাওরেম মহেশ সিং এবং জিকসন সিং কাফা নেশনস কাপ খেলতে যাওয়ার আগে যোগ দিয়েছেন শিবিরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 14 =