ঘরের মাটিতে শিরোপা জয়ের লক্ষ্যে ভারতীয় মহিলা দল

ভারতের মহিলা ক্রিকেট দল দুইবার এক দিনের বিশ্বকাপের ফাইনালে পৌঁছেও (২০০৫ ও ২০১৭) শিরোপা জিততে পারেনি। এ বার ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় অধিনায়ক হরমনপ্রীত কৌর ও সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা সেই অপূর্ণ স্বপ্ন পূরণে দৃঢ়প্রতিজ্ঞ। সোমবার মুম্বইয়ে বিশ্বকাপ ট্রফি উন্মোচন অনুষ্ঠানে তাঁরা জানালেন, দেশের জন্য নিজেদের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত।

হরমনপ্রীত বলেন, দীর্ঘদিন ধরে দেশের ক্রিকেটপ্রেমীরা অপেক্ষা করছেন। ঘরের মাঠে, নিজেদের সমর্থকদের সামনে বিশ্বকাপ জেতা বিশেষ অনুপ্রেরণা দেয়। টুর্নামেন্টের আগে ১৪ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ তাঁদের প্রস্তুতি ও শক্তি-দুর্বলতার চিত্র স্পষ্ট করবে বলে মনে করেন তিনি। এই সিরিজ আত্মবিশ্বাসও বাড়াবে।

২০২৫ সালে ভারতীয় মহিলা দল ১১টি এক দিনের ম্যাচ খেলে ৯টিতে জয় পেয়েছে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জয়, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ জয় এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ২-১ ব্যবধানে সিরিজ জয় তাঁদের পারফরম্যান্সে আশাবাদ যোগায়। হরমনপ্রীত জানান, সাহসী ক্রিকেট খেলার মানসিকতা নিয়েই তাঁরা বিশ্বকাপে নামবেন।

মন্ধানাও দলের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী। তাঁর মতে, কঠোর অনুশীলন ও পরিকল্পনার ফল ইতিমধ্যেই পাওয়া গেছে এবং বিশ্বকাপেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে। ইংল্যান্ড সফরে দলের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে, যা মাঠের বাইরে থেকেও সাফল্যের ভিত্তি তৈরি করেছে। ব্যক্তিগতভাবে তিনি মনে করেন, গত কয়েক বছরে খেলার প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি ও প্রস্তুতির পদ্ধতি উন্নত হয়েছে, যা পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলছে।

অনুষ্ঠানে দলের আর এক সদস্য জেমাইমা রদ্রিগেজও বিশ্বকাপ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। উপস্থিত ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ, বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া, প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ ও ২০০৭ ও ২০১১ বিশ্বকাপজয়ী যুবরাজ সিংহ, যিনি মহিলা দলকে উৎসাহ জুগিয়েছেন।

আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হবে মহিলাদের এক দিনের বিশ্বকাপ, আর ভারতীয় মহিলা দল এবার শিরোপা জয়ের লক্ষ্যে সম্পূর্ণ প্রস্তুত। তাঁদের বর্তমান ফর্ম, ঘরের মাঠের সুবিধা ও ঐক্যবদ্ধ মনোভাব সমর্থকদের আশা বাড়াচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + eleven =