অস্ট্রেলিয়া সফরে ভয়ঙ্কর চোট পেয়েছিলেন ভারতের এক দিনের দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার। সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন অ্যালেক্স ক্যারের ক্যাচ ধরতে গিয়ে পাঁজরে গুরুতর আঘাত পান তিনি। মাঠে সঙ্গে সঙ্গেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় শ্রেয়সকে, কিন্তু পরে শারীরিক সমস্যা দেখা দেওয়ায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা পরীক্ষা করে দেখেন, তাঁর পাঁজরের চোট বেশ মারাত্মক। ফলে কোনও ঝুঁকি না নিয়ে আইসিইউ-তে ভর্তি করা হয় তাঁকে।
সূত্রের খবর অনুযায়ী, চোটের জায়গা থেকে রক্তক্ষরণ হচ্ছিল, তাই তাঁর সুস্থ হতে সময় লাগবে। বোর্ডের মেডিক্যাল দল শুরু থেকেই শ্রেয়সের শারীরিক অবস্থার দিকে নজর রাখছে। এক বোর্ড সূত্র জানিয়েছে, “দলের চিকিৎসক ও ফিজিয়ো সময় নষ্ট করতে চাননি। শ্রেয়সকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দেরি হলে ঝুঁকি আরও বেড়ে যেত। খুব বাজে জায়গায় আঘাত পেয়েছে ও। তবে এখন রক্তক্ষরণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।”
ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া এক বিবৃতিতে জানিয়েছেন, শ্রেয়স আয়ারের চিকিৎসা সঠিক পথে এগোচ্ছে। বোর্ড তাঁর দ্রুত আরোগ্য কামনা করছে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আপাতত সাত দিন সিডনির হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে শ্রেয়সকে। তার পর পরিস্থিতি অনুকূল হলে দেশে ফিরতে পারেন তিনি।
ভারতীয় দলের পক্ষে এই ঘটনা বড় ধাক্কা। আসন্ন ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের আগে দলের মনোবল কিছুটা হলেও নড়ে গিয়েছে। যদিও শ্রেয়স সেই দলে নির্বাচিত নন, তবু দলের এক দিনের সহ-অধিনায়ক হিসাবে তাঁর অভিজ্ঞতা ও উপস্থিতি গুরুত্বপূর্ণ। বোর্ড আশাবাদী, চিকিৎসা ও বিশ্রামের মাধ্যমে দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবেন শ্রেয়স আয়ার। এখন গোটা দেশ প্রার্থনা করছে, এই প্রতিভাবান ব্যাটার যত দ্রুত সম্ভব আবার নীল জার্সি গায়ে তুলে মাঠে নামতে পারেন।

