আইআরসিটিসি ওয়েবসাইটে টিকিট বুকিংয়ের নিয়ম নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য: রেল

নিজস্ব প্রতিবেদন: সম্প্রতি আইআরসিটিসি ওয়েবসাইটে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে ভিন্ন পদবীর যাত্রীদের টিকিট বুকিং করা যাবেনা বলে ভুল তথ্য ছড়িয়েছিলসোশ্যাল মিডিয়ায়। এই সংক্রান্ত তথ্য বেশ ভাইরাল হয়। এই তথ্য সম্পূর্ণ অপপ্রচার ও বিভ্রান্তিকর বলে জানিয়ে দিল পূর্ব রেল।
পূর্ব রেলের পক্ষ থেকে জানান হয়েছে আইআরসিটিসি ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বুকিংয়ের নিয়ম রেল বোর্ডের গাইডলাইন অনুসরণ করেই তৈরী করা হয়েছে। এই সংক্রান্ত সমস্ত তথ্যই জনসাধারণের সম্মুখে বুধবার পূর্ব রেল তুলে ধরল রেল। সঙ্গে এও জানিয়ে দিল, যে কেউ ব্যক্তিগতভাবে তাদের নির্ধারিত লগ-ইন পদ্ধতি প্রয়োগ করে বন্ধু, পরিবার বা নিকট পরিজনের টিকিট কাটতে পারবেন। প্রত্যেক মাসে সর্বোচ্চ ১২টি টিকিট কাটা যাবে। আধার প্রত্যায়িত ব্যবহারকারীর ক্ষেত্রে সর্বোচ্চ টিকিট কাটার এই সংখ্যা হবে মাসে ২৪টি। ব্যক্তিগত লগ-ইন পদ্ধতি প্রয়োগ করে কাটা টিকিট বাজারে বিক্রি করে ব্যবসা করা যাবেনা। এটি রেল আইনের ১৯৮৯ এর ১৪৩ নং সেকশন অনুযায়ী অপরাধ। তাই পূর্ব রেল জনসাধারণের কাছে অনুরোধ সোশ্যাল মিডিয়াতে প্রচারিত তথ্যের নির্ভরযোগ্যতা নেই, সবসময় অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যেই বিশ্বাস রাখতে আহবান করা হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, ‘এই ধরণের তথ্য যা সোশ্যাল মিডিয়াতে প্রচারিত হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়ো। তাই এই ধরণের কোনও তথ্য বিশ্বাস না করে আইআরসিটিসির নির্দিষ্ট ওয়েবসাইটের দেওয়া তথ্যের উপর ভরসা রাখুন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =