নির্বাচনী লড়াই থেকে নাম প্রত্যাহার করে নিলেন ভারতীয় বংশোদ্ভূত নিকি হ্যালি। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের হয়ে লড়বেন ট্রাম্পই। কিন্তু এবার পদপ্রার্থী হওয়ার লড়াই থেকে নাম প্রত্যাহার করে নেন নিকি। তবে বারবার শোচনীয় পরাজয়ের পরও মাটি কামড়ে পড়ে ছিলেন নিকি হ্যালি।
গত রবিবারই প্রথমবার জয়ের মুখ দেখেছিলেন তিনি। ওয়াশিংটনে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে ভারতীয় বংশোদ্ভূত নিকিকে বেছে নিয়েছেন ৬৩ শতাংশ ভোটার। প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে প্রথমবার জিতে তোপ দেগেছিলেন প্রতিপক্ষ ট্রাম্পকে। কিন্তু ইন্দো-মার্কিন রাজনীতিবিদ জানিয়ে দেন, প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দৌড় থেকে নাম প্রত্যাহার করে নিচ্ছেন তিনি। তবে নভেম্বরে ফের বাইডেন বনাম ট্রাম্প লড়াই দেখা যাবে বলে মনে করা হচ্ছে।