প্রয়াত প্রাক্তন কিংবদন্তি হকি খেলোয়ড় বরিন্দর সিং। গত মঙ্গলবার ৭৫ বছর বয়সে জলন্ধরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অলিম্পিক্স পদক জয়ী। হকি ইন্ডিয়া টুইট করে বরিন্দরের মৃত্যু বার্তা দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছে।
১৯৭২ সালে মিউনিখ অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন বরিন্দর। ৭৬-এর মন্ট্রিয়াল অলিম্পিক্সেও ভারতীয় দলের সদস্য ছিলেন বরিন্দর। সাতের দশকে ভারতীয় হকি দলের অবিচ্ছেদ্য অঙ্গ ছিলেন বরিন্দর। ১৯৭৩ সালে আমস্টারডামে অনুষ্ঠিত হকি অলিম্পিক্সে রুপো জিতেছিলেন বরিন্দর।
১৯৭৫-এ কুয়ালা লামপুরে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে জিতেছিলেন সোনা। ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২-১ হারিয়ে বিশ্বকাপে বাজিমাত করেছিল। বরিন্দরের ঝুলিতে রয়েছে জোড়া এশিয়াড পদকও। ৭৪ সালে তেহরানে ও ৭৮ সালে ব্যাংককে রুপো জেতেন বরিন্দর। হকির জাদুকর ধ্যানচাঁদের বন্ধু ছিলেন বরিন্দর। ২০০৭ সালে প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের হাত থেকে ধ্যানচাঁদ পুরস্কার পেয়েছিলেন।