এশিয়ান গেমসে দ্বিতীয় জয় পেল ভারতের মেয়েরা

টানা তিন ম্য়াচ জিতে সেমিফাইনাল কার্যত নিশ্চিত করে ফেলেছে হরমনপ্রীত সিংয়ের টিম। পাকিস্তানে বিরুদ্ধে কাল মাঠে নামবে ভারতীয় হকি টিম। ওই ম্য়াচ জিতলে জাপান ও পাকিস্তানের টক্কর কঠিন হয়ে যাবে। ছেলেদের হকিতে পরিস্থিতি যখন এমন, তখন এশিয়ান গেমসে পর পর দুটো ম্যাচ জিতল ভারতের মেয়েরা। সবিতার টিম কিন্তু হানঝাউ গেমসে দারুণ ফর্মে। গত এশিয়ান গেমসের ফাইনালে উঠেছিল ভারতের মেয়েরা। এই এশিয়ান গেমসও দুরন্ত শুরু করেছেন সুশীলা চানু, দীপ গ্রেসরা। আগের ম্য়াচে সিঙ্গাপুরকে উড়িয়ে দিয়েছিলেন ১৩ গোলে। এ বার মালয়েশিয়াকেও হারাল ভারত।প্রথম কোয়ার্টারেই ম্যাচ পকেটে পুরে ফেলেছিল ভারতের মেয়েরা। ৪-০ স্কোরলাইন হয়ে যায় প্রথম ১৫ মিনিটে। ৭ মিনিটের মাথায় প্রথম গোল করেন মনিকা। তার পরই ছন্দ পেয়ে যায় ভারত। মালয়েশিয়া টিম হিসেবে বেশ ভালো। কিন্তু ভারতের মেয়েদের দাপটে কিছুই করতে পারেনি তারা। প্রথম গোলের রেশ কাটতে না কাটতে ৮ মিনিটের মাথায় দ্বিতীয় গোল দীপ গ্রেস এক্কার। এ বারের ভারতীয় টিম থেকে রানি রামপালের মতো সিনিয়ররা বাদ পড়েছেন। খেলায় কিন্তু তার কোনও ছাপ পড়েনি। ১১ মিনিটে ৩-০ করেন নিশা। প্রথম কোয়ার্টারের একেবারে শেষ মিনিটে চতুর্থ গোল বৈষ্ণবী ভিত্তাল ফালকের। আগের ম্য়াচের ভারতের আগ্রাসনের পিছনে ছিলেন সঙ্গীতা কুমারী। হ্যাটট্রিক করেছিলেন তিনি। এই ম্যাচে হ্যাটট্রিক না পেলেও চমৎকার খেলেছেন। ২৪ মিনিটে কাউন্টার অ্যাটাকে গিয়ে গোল করেন সঙ্গীতা। তৃতীয় কোয়ার্টারে মালয়েশিয়া প্রবল ভাবে ফেরার চেষ্টা করেছিল। বেশ কিছু মুভও তৈরি করে তারা। কিন্তু ওই পর্বে ভারতীয় ডিফেন্স ভাঙা যায়নি। ৫০ মিনিটে টিমের ষষ্ঠ গোল করেন লালরেমসিয়ামি। পর পর দুটো ম্য়াচ জিতে সঙ্গীতাদের টিমের মনোবল তুঙ্গে। রবিবার দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্যায়ের তৃতীয় ম্যাচ। কোরিয়ানদের হারাতে পারলে মনিকা, সুশীলারাও কার্যত শেষচার নিশ্চিত করে ফেলবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − ten =