তৃতীয়বার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারতের মহিলা দল। রাজগীর হকি স্টেডিয়ামে ভারত ১-০ গোলে হারাল চীনকে।
ভারতের হয়ে গোলটি করেন দীপিকা। তৃতীয় কোয়ার্টারে ম্যাচের সবেধন নীলমণি গোলটি করেন তিনিই। চীনকে হারানোর ফলে পর পর দু’বার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত।
ফাইনালে তুল্যমূল্য লড়াই হয় ভারত ও চীনের মহিলা দলের। ভারত আগ্রাসী ভাবে শুরু করেছিল। কিন্তু ম্যাচ যত এগোতে থাকে চীনও ম্যাচের দখল নিতে থাকে। আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে ফাইনাল। তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে দীপিকা গোল করলে এগিয়ে যায় ভারত। তার পরে চীন একের পর এক আক্রমণ তুলে আনলেও ভারতের রক্ষণ ভেদ করতে পারেনি। ভারতের রক্ষণ আগের থেকেও শক্তিশালী হয়ে চীনের আক্রমণ প্রতিহত করে।
দীপিকা সহজ গোলের সুযোগ নষ্ট করে। নইলে ভারত ২-০ গোলে এগিয়ে যেত। পেনাল্টি থেকে গোল করতে পারেননি দীপিকা।
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি এদিন জেতার ফলে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমান সমান হল খেতাবের সংখ্যা। দুই দেশই তিনবার করে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে। জাপানকে ২-০ গোলে হারিয়ে ভারত ফাইনালের ছাড়পত্র জোগাড় করেছিল। অন্যদিকে চীন ৩-১ গোলে মালয়েশিয়াকে পরাস্ত করে ফাইনালে যায়। ফাইনালে ভারতের কাছে হার মানে চীন।