মুম্বই : মেলবোর্নে চলছে ভারত অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। শুক্রবার দ্বিতীয় দিন। প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের প্রয়াণে ভারতীয় ক্রিকেটাররা তাঁকে শ্রদ্ধা জানাতে কালো আর্মব্যান্ড পরেছেন।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক্স এ একটি পোস্টে এই বিষয়ে জানান।
উল্লেখ্য, প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুর খবরে ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীর ,যুবরাজ সিং, শিখর ধাওয়ান, ভিভিএস লক্ষণ–সহ বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।