এশিয়ান গেমসে অভিষেকের পথে ভারতীয় ক্রিকেট টিম

চলতি বছরের বাকি কয়েকটা মাসে ফের বিনোদনে ঠাসা ক্রিকেট ইভেন্ট রয়েছে। এ বছর ভারতের মাটিতে রয়েছে ওডিআই বিশ্বকাপ। তার আগে হবে এশিয়া কাপ। এ বার তাতে যোগ হল এশিয়ান গেমস । চিনের হাংঝাওতে বসছে ১৯তম এশিয়ান গেমসের আসর। এ বারের এশিয়ান গেমসে ফিরেছে ক্রিকেট। এতদিন শোনা যাচ্ছিল এ বারের এশিয়ান গেমসে ক্রিকেটে অংশ নেবে না ভারত। কিন্তু এখন জানা গিয়েছে, এশিয়ান গেমসে পুরুষ ও মহিলা ক্রিকেট দল পাঠাতে তৈরি বিসিসিআই। ২৩ সেপ্টেম্বর থেকে এশিয়ান গেমস শুরু হবে। শেষ হওয়ার কথা ৮ অক্টোবর। আইসিসিকে বিসিসিআইয়ের পাঠানো খসড়া সূচি অনুযায়ী ৫ অক্টোবর থেকে ২৩ নভেম্বর অবধি ওডিআই বিশ্বকাপ হওয়ার কথা। সেক্ষেত্রে কীভাবে এশিয়ান গেমসে অংশ নেবে ভারতের পুরুষ ও মহিলা ক্রিকেট দল? ইন্ডিয়ান এক্সপ্রেসের এক রিপোর্ট অনুযায়ী, আসন্ন এশিয়ান গেমসে ক্রিকেটে ভারতীয় দল পাঠাতে রাজি হয়েছে বিসিসিআই। কিন্তু ওই সময় দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ থাকায় বেশিরভাগ সিনিয়র ক্রিকেটাররা তাতে ব্যস্ত থাকবেন। তাই বিসিসিআইয়ের পক্ষ থেকে পুরুষ ক্রিকেট দল হিসেবে ভারতীয় ‘বি’ টিম পাঠানো হবে। তবে মহিলাদের ক্ষেত্রে বিসিসিআইয়ের পক্ষ থেকে এশিয়ান গেমসে ভারতের ‘এ’ টিমই পাঠানো হবে। এই প্রথম বার এশিয়ান গেমসে খেলতে চলেছে ভারতীয় ক্রিকেট টিম। ২০২২ সালে বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমসে খেলেছিল ভারতের মহিলা ক্রিকেট দল। আইসিসি ২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছিল। কিন্তু লাভ হয়নি। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় লস অ্যাঞ্জেলস অলিম্পিকে দেখা যাবে না ক্রিকেট। তবে সবকিছু ঠিক ঠাক থাকলে ২০২৮ সালে না হোক, তার পরের বারের অলিম্পিকে অর্থাৎ ২০৩২ সালের ব্রিসবেন অলিম্পিকে ক্রিকেট দেখা যেতে পারে। আর তার জন্যই হয়তো এশিয়ান গেমসে দল পাঠানোর পদক্ষেপ নিল বিসিসিআই। এর আগে ২০১০ ও ২০১৪ সালে এশিয়ান গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত ছিল। কিন্তু ভারতীয় বোর্ড ওই এশিয়ান গেমসের ওই দুই সংস্করণে দল পাঠায়নি। ২০১৮ সালে শেষ বার এশিয়ান গেমস হয়েছিল। কিন্তু সে বার ক্রিকেট বাদ দিয়েই এশিয়ান গেমস হয়েছিল। ২০২২ সালে ১৯তম এশিয়ান গেমস হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে গত বছর এশিয়ান গেমস আয়োজন করা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 4 =