অবশেষে রো-কো জুটি নিয়ে মুখ খুললো ভারতীয় ক্রিকেট বোর্ড

ভারতীয় ক্রিকেটে ঝড় উঠেছে একের পর এক ঘটনায়। প্রথমে দেশের দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলির টেস্ট অবসর, তারপর রোহিতের নেতৃত্ব হারানো—সব মিলিয়ে জাতীয় ক্রিকেটমহল যেন উত্তপ্ত। এই দুই নক্ষত্রের ভবিষ্যৎ নিয়ে সমর্থক থেকে বিশ্লেষক—সবাই এখন একটাই প্রশ্ন করছেন, ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপে দেখা যাবে কি রোহিত-কোহলিকে? অবশেষে এই জ্বলন্ত ইস্যুতে মুখ খুললেন বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা। তিনি জানালেন, বোর্ডের পক্ষ থেকে কাউকেই অবসর নিতে বলা হয়নি। তাঁর কথায়, “এই বিষয়গুলো নিয়ে অকারণ জল্পনা করা উচিত নয়। এটা কারও শেষ সিরিজ কি না, সে ব্যাপারে কোনও আলোচনা হয়নি। ক্রিকেটার কবে অবসর নেবে, সেটা সম্পূর্ণ তাদের নিজস্ব সিদ্ধান্ত। বোর্ড কখনও এমন ঘোষণা করে না।”

অন্যদিকে, কোচ গৌতম গম্ভীরও রোহিত-কোহলির ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট করে কিছু বলতে চাননি। তিনি বলেন, “এখন থেকে পঞ্চাশ ওভারের বিশ্বকাপের মধ্যে আড়াই বছরের ব্যবধান রয়েছে। ভবিষ্যৎ নিয়ে ভাবার চেয়ে বর্তমানে মন দেওয়া বেশি গুরুত্বপূর্ণ। রোহিত ও কোহলি, দুজনেই দেশের সম্পদ। অস্ট্রেলিয়ায় তাদের অভিজ্ঞতা দলের কাজে লাগবে।”

এই সমস্ত আলোচনা চলাকালীনই সামনে এসেছে আরও এক বড় খবর—ভারতের বিপক্ষে ওয়ান ডে সিরিজে দুর্বল হয়ে পড়ছে অস্ট্রেলিয়া। রবিবার থেকে শুরু হতে চলা তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারবেন না দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার—অ্যাডাম জাম্পা ও জস ইঙ্গলিস। পারিবারিক কারণে প্রথম ম্যাচে অনুপস্থিত থাকবেন জাম্পা, যদিও দ্বিতীয় ম্যাচ থেকেই তাঁর ফিরে আসার সম্ভাবনা প্রবল। অন্যদিকে, চোট সারিয়ে এখনও সম্পূর্ণ ফিট নন ইঙ্গলিস। দ্বিতীয় ম্যাচেও তাঁর খেলা অনিশ্চিত। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, তৃতীয় ওয়ান ডে থেকে হয়তো দলে ফিরতে পারেন এই উইকেটকিপার-ব্যাটার।

সব মিলিয়ে, একদিকে ভারতীয় ক্রিকেটে রোহিত-কোহলির ভবিষ্যৎ নিয়ে উত্তেজনা তুঙ্গে, অন্যদিকে আসন্ন সিরিজে অস্ট্রেলিয়ার দলে চোটের ভোগান্তি—দু’দিকেই আলোচনার কেন্দ্রবিন্দু এখন ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজ। রবিবার থেকে শুরু হবে এই হাইভোল্টেজ লড়াই, যেখানে নজর থাকবে শুধু বল ও ব্যাটে নয়, দুই প্রজন্মের ভাগ্য নির্ধারণেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =