মুম্বই : তিন বছর আগে ভারতীয় ক্রিকেট দলের স্পন্সর ছিল বাইজুস। ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে বাইজুসের সঙ্গে তিন বছরের চুক্তি ছিল বিসিসিআইয়ের। বাইজুসের সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি শেষ হয় ২০২৩ সালের জুনে। তারপর নতুন স্পন্সরার নেয় বিসিসিআই।
ছেড়ে যাওয়ার সময় এই প্রতিষ্ঠানের কাছে স্পন্সরশিপ বাবদ ১৯ মিলিয়ন ডলার বকেয়া ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের, ভারতীয় টাকায় যা প্রায় ২০০ কোটি টাকা।
গত বছর সেপ্টেম্বরে বাইজুসের মূল সংস্থা থিঙ্ক অ্যান্ড লার্ন প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে বকেয়া অর্থের জন্য মামলা করে বিসিসিআই। শুনানির জন্য ১৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। এবার সেই মামলা গ্রহণ করেছে ভারতের আদালত। তবে বিসিসিআইয়ের সঙ্গে সমঝোতায় আসতে চাইছে বাইজুস।