বিশ্বকাপের আগে চোট চিন্তায় ভারতীয় শিবির ! পন্তের পর এবার বাদ সুন্দর

টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে ভারতীয় শিবিরে উদ্বেগ ক্রমশ ঘনীভূত হচ্ছে। একের পর এক চোট আঘাত হানছে দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের উপর। তিলক বর্মার অসুস্থতার ধাক্কা সামলাতে না সামলাতেই এ বার চোটের কবলে পড়েছেন ঋষভ পন্থ ও ওয়াশিংটন সুন্দর। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজ়ে এই দুই তারকার অনুপস্থিতি শুধু তাৎক্ষণিক সমস্যা নয়, বরং সামনে থাকা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতেও বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিল।

ওয়াশিংটন সুন্দর রবিবারের ম্যাচে বল করার সময় চোট পান। মাঠেই অস্বস্তিতে ভুগতে দেখা যায় তাঁকে। শেষ পর্যন্ত জানা যায়, এই চোটের কারণে তাঁকে বাকি সিরিজ় থেকে ছিটকে যেতে হয়েছে। তাঁর চোট কতটা গুরুতর, তা সোমবার বিস্তারিত পরীক্ষার পর জানা যাবে। তবে এক দিনের সিরিজ়ে তাঁকে আর পাওয়া যাবে না, এটা কার্যত নিশ্চিত। অন্য দিকে ঋষভ পন্থের চোট একেবারেই দুর্ভাগ্যজনক। শনিবার অনুশীলনের সময় আচমকাই একটি বল লাফিয়ে উঠে তাঁর কোমরের একটু উপরের অংশে আঘাত করে। সঙ্গে সঙ্গে যন্ত্রণায় কাতরাতে শুরু করেন তিনি। পরে বোর্ড জানিয়ে দেয়, পন্থের পেশিতে ছিঁড়ে যাওয়ার সমস্যা হয়েছে এবং তা যথেষ্ট গুরুতর। ফলে নিউ জ়িল্যান্ড সিরিজ়ে তাঁর আর খেলা সম্ভব নয়।

এই পরিস্থিতিতে ভারতের সমস্যা শুধু চলতি এক দিনের সিরিজ়ে সীমাবদ্ধ নেই। বরং আসল চিন্তা টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর এক মাসও বাকি নেই বিশ্বকাপ শুরু হতে। পন্থ ও ওয়াশিংটন—দু’জনেই সম্ভাব্য বিশ্বকাপ দলে রয়েছেন। এমন সময়ে তাঁদের চোট ভারতীয় টিম ম্যানেজমেন্টকে স্বাভাবিক ভাবেই দুশ্চিন্তায় ফেলেছে। বিকল্প হিসেবে নতুন ক্রিকেটারদের সুযোগ দিতে বাধ্য হচ্ছে নির্বাচকরা, কিন্তু বিশ্বকাপের আগে পরীক্ষানিরীক্ষার সময় খুব বেশি নেই।

এই প্রেক্ষাপটে ভারতীয় দলে প্রথম বার ডাক পেলেন দিল্লির ব্যাটিং অলরাউন্ডার আয়ুষ বাদোনি। ২৬ বছরের এই ক্রিকেটারকে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে বাকি দু’টি এক দিনের ম্যাচের জন্য দলে নেওয়া হয়েছে। অফ স্পিনার হিসেবেও কার্যকর বাদোনির ঘরোয়া ক্রিকেটে ভালো অভিজ্ঞতা রয়েছে। লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৭টি ম্যাচ খেলে তিনি ৬৯৩ রান করেছেন, যার মধ্যে রয়েছে একটি শতরান ও পাঁচটি অর্ধশতরান। বল হাতেও তাঁর অবদান উল্লেখযোগ্য—১৮টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে।

আইপিএলেও নিজেকে প্রমাণ করেছেন বাদোনি। ২০২২ সাল থেকে সঞ্জীব গোয়েন্‌কার মালিকানাধীন লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলছেন তিনি। আইপিএলের ৫৬টি ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৯৬৩ রান, রয়েছে ৬টি অর্ধশতরান। পাশাপাশি বল হাতে পেয়েছেন ৪টি উইকেটও। এই পারফরম্যান্সের সুবাদেই জাতীয় দলে সুযোগ পেলেন তিনি।
এর আগে পন্থের চোটের কারণে তাঁর জায়গায় ধ্রুব জুরেলকে দলে নিয়েছিলেন নির্বাচক অজিত আগরকরেরা। এ বার ওয়াশিংটনের পরিবর্ত হিসেবে বাদোনি। একের পর এক পরিবর্তন ভারতীয় দলের প্রস্তুতিতে যে বড় ধাক্কা, তা বলাই বাহুল্য। এখন দেখার, এই চোট-সংকটের মাঝেও ভারতীয় শিবির কত দ্রুত নিজেদের গুছিয়ে নিতে পারে এবং বিশ্বকাপের আগে কতটা আত্মবিশ্বাস ফিরে পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =