ভাইস ক্যাপ্টেন ঋষভ পন্থের চোটে চিন্তা, কিপিংয়ে জুরেল

লিডস টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন ঋষভ পন্থ। ভারতের ভাইস ক্যাপ্টেন। উইকেটের পিছনে তিনি থাকা মানে বোলারদের বাড়তি ভরসা। লর্ডসে তাঁকে নিয়েই চিন্তা বাড়ল। আঙুলে গুরুতর চোট পেয়েছেন ভারতের কিপার-ব্যাটার ঋষভ পন্থ। দ্বিতীয় সেশন অর্থাৎ লাঞ্চের পর লেগ সাইডে বল ধরা সময় বাঁ হাতে চোট লাগে পন্থের। চা বিরতি অবধি তাঁর পরিবর্তে কিপিং করছিলেন ধ্রুব জুরেল। আজ আর মাঠে নামার সম্ভাবনা ক্ষীণ। হতে পারে আঙুলের স্ক্যান। চিন্তা ক্রমশ বাড়ছেই।

ভারতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ ঋষভ পন্থ। দীর্ঘ সময় খেলছেন। এই সিরিজেও দুর্দান্ত পারফর্ম করেছেন। ব্যাটিং-ফিল্ডিং মিলিয়ে অনেকটা সময় মাঠে কাটাতে হয়েছে তাঁকে। লর্ডসের পর আরও দুটো টেস্ট বাকি থাকছে ভারতের। চোট পাওয়ার পর মাঠেই দীর্ঘ সময় চিকিৎসা চলে তাঁর। যদিও প্রাথমিক চিকিৎসায় ফিট হয়ে উঠতে পারেননি। সম্ভবত পুরনো চোটের জায়গাতেই লেগেছে। অস্বস্তিতে ছিলেন। যে কারণে মাঠ ছাড়েন ঋষভ পন্থ।

অতীতে হলে একাদশের কাউকেই তাঁর জায়গায় কিপিং করতে হত। পরিবর্ত কেউ নামলে তিনি ফিল্ডিং করতেন। যদিও ২০১৭ সালে এই নিয়মে পরিবর্তন করা হয়েছিল। সেই অনুযায়ী, কিপার চোট পেলে তাঁর পরিবর্তে সরাসরি স্পেশালিস্ট কিপারকেই নামানো যায়। যে কারণে ধ্রুব জুরেলকে নামানো হয়। যদিও পন্থের চোট নিয়ে চিন্তা থাকছেই। শুধুমাত্র কিপিংয়ের জন্য়ই নয়, ব্যাটিংয়েও গুরুত্বপূর্ণ পন্থ। এখন দেখার, কত তাড়াতাড়ি মাঠে ফিরতে পারেন পন্থ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 4 =