অভিষেক তাণ্ডব, ইডেনে রান তাড়া করে ৭৭ বলেই জয় ভারতের

প্রথম দু-ওভারে স্ট্রাইকই পাননি। স্ট্রাইক পেতেই বিধ্বংসী অভিষেক শর্মা। ১২ বলে ২৩ রান তুলে শুরু থেকেই দাপট সঞ্জু স্যামসনের। দলীয় ৪১ রানে প্রথম উইকেট হারায় ভারত। জোফ্রা আর্চারের বোলিংয়ে মিস পুল শট, গাস অ্যাটকিনসনের হাতে ক্যাচ। ২০ বলে ২৬ রানে ফেরেন সঞ্জু। ভারতের গত দুটি টি-টোয়েন্টিতে তিনে নামানো হয়েছিল তিলক ভার্মাকে। এ দিন ডান হাতি সঞ্জু আউট হওয়ায় তিনে নামেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। যদিও ৩ বলে রানের খাতা না খুলেই আউট সূর্য। মিড উইকেটে খেলতে চেয়েছিলেন। আর্চারের স্লোয়ার বুঝতে পারেননি। তিলক চারে নামেন, চার মেরেই শুরু করেন।

অভিষেক শর্মার সঙ্গে জুটি ক্রমশ মজবুত হতে থাকে তিলকের। অভিষেক শর্মা রীতিমতো তাণ্ডব চালান। ইংল্য়ান্ডের অভিজ্ঞ লেগ স্পিনার আদিল রশিদ নিজের বোলিংয়ে অভিষেকর ক্যাচ ফেলেন। এর পরের দুটি ডেলিভারিই গ্যালারিতে পাঠান অভিষেক। ২০ বলে হাফসেঞ্চুরি পার অভিষেক শর্মার। দলে থাকলেও তাঁর জায়গা পাওয়া নিয়ে প্রচুর প্রশ্ন উঠছিল। ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে হাফসেঞ্চুরির পর সেলিব্রেশনেই বুঝিয়ে দিলেন, তিনি আন্তর্জাতিক ক্রিকেটের যোগ্য।

অবশেষে সেই আদিল রশিদের বোলিংয়েই থামে অভিষেকের ইনিংস। ৩৪ বলে ৭৯ রান করেন। ৫ টি বাউন্ডারি ৮টি ওভার বাউন্ডারি! স্ট্রাইকরেট ২৩২-এর উপরে। ভারতের জয়ের ভিত গড়ে দেন। এখান থেকে শুধু সময়ের অপেক্ষা ছিল। ৭৭ বলেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। সাপোর্টিং রোলটা ভালো ভাবেই পালন করেন তিলক ভার্মা। ১৬ বলে ১৯ রান তিলকের। ৪৩ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + twelve =