হেড কোচ ছাড়াই আয়ারল্যান্ড সফরে খেলবে ভারত!

শোনা যাচ্ছিল, রাহুল দ্রাবিড়ের অনুপস্থিতিতে এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণ কোচ হিসেবে ভারতীয় দলের সঙ্গে আয়ারল্যান্ড সফরে যাবেন। ১৫ অগস্ট তিন ম্যাচের টি ২০ সিরিজের জন্য আয়ারল্যান্ড যাচ্ছে ভারতীয় দল। দলের নেতৃত্বে থাকছেন জসপ্রীত বুমরা। দীর্ঘ একবছর পর জাতীয় দলের কামব্যাক সিরিজে নেতৃত্ব দেবেন বুম বুম। তবে এই সফরে ভারতীয় দলকে লড়তে হবে হেড কোচ ছাড়াই। ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, ভিভিএস লক্ষ্মণও আয়ারল্যান্ড সফরে যাচ্ছেন না। হেড কোচ ছাড়া ভারতীয় দল সিরিজ খেলেনি এমনটা নয়। গত আট বছরে এই প্রথম বার হেড কোচ ছাড়াই খেলবে মেন ইন ব্লু। ১৮, ২০ এবং ২৩ অগস্ট তিনটি টি ২০ ম্যাচ খেলবে ভারত ও আয়ারল্যান্ড। গতবছর দুই  দেশের মধ্যে দু’ম্যাচের টি ২০ সিরিজ হয়েছিল। এ বার ম্যাচের সংখ্যা বেড়ে হয়েছে তিন। আট বছরে এই প্রথম বার ভারতীয় দল প্রধান কোচ ছাড়াই সিরিজ খেলছে। ২০১৫ সালে ডানকান ফ্লেচারের প্রস্থানের পর ২০১৭ সালে অনিল কুম্বলের নিয়োগ না হওয়া পর্যন্ত হেড কোচ ছাড়াই খেলেছিল ভারত। রবি শাস্ত্রীকে দলের নির্দেশক হিসেবে রাখা হয়েছিল। তার আগেও, ২০০৭ সালে গ্রেগ চ্যাপেলের বিদায়ের পর ভারতীয় দল প্রধান কোচ ছাড়াই ছিল। সেই সময়ে টিম ইন্ডিয়ার ম্যানেজার হিসাবে লালচাঁদ রাজপুত এবং বোলিং কোচ ভেঙ্কটেশ প্রসাদ এবং ফিল্ডিং কোচ হিসাবে ছিলেন রবিন সিং। বর্তমানে দ্রাবিড় অ্যান্ড কোং ওয়েস্ট ইন্ডিজে রয়েছে। তাই মনে করা হচ্ছিল, আয়ারল্যান্ড সফরে তিনিই দলের সঙ্গে থাকবেন। অতীতে দ্রাবিড়ের অনুপস্থিতিতে লক্ষ্মণ এমন দায়িত্ব পালন করেছেন। আয়ারল্যান্ড সফরে সহকারী কোচ হিসেবে সীতাংশু কোটাক এবং সাপোর্ট স্টাফ হিসেবে থাকবেন সাইরাজ বাহুতুলে। তিন ম্যাচের টি ২০ সিরিজের সবগুলোই খেলা হবে ডাবলিনে। তিলক ভার্মা, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, রবি বিষ্ণোই, মুকেশ কুমার, অর্শদীপ সিং এবং আবেশ খানের মতো ক্রিকেটাররা মায়ামি থেকে ডাবলিনে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 1 =