নয়াদিল্লি : বাবাসাহেবের অসম্মান সহ্য করবে না ভারত। বিজেপি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তীব্র সমালোচনা করে এই মন্তব্য করলেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন।
বৃহস্পতিবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়া বচ্চন বলেছেন, বাবাসাহেবের অসম্মান সহ্য করবে না ভারত।
জয়া বচ্চন আরও বলেছেন, “আমাদের দেশের যে সমস্ত নেতারা আমাদের স্বাধীনতা এবং সংবিধান দিয়েছেন, তাঁদের পিছনে ঠেলে দেওয়া হয়েছে। ভীম রাও আম্বেদকর পিছিয়ে পড়া শ্রেণীর রক্ষক। তিনি ছিলেন সমগ্র দেশের, সংবিধানের রক্ষক।”