২৫ বছরেই উন্নত দেশ হবে ভারত, গুজরাতে বড় ঘোষণা মোদির

আর ২৫ বছরের মধ্যে উন্নত দেশে পরিণত হবে ভারত। গুজরাটে এমনই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার থেকেই শুরু হয়েছে দশম ‘ভাইব্র্যান্ট গুজরাট গ্লোবাল সামিট’। আর তার উদ্বোধনে এসেই একথা জানালেন মোদি।

প্রসঙ্গত, এবছরই এক দশক পূর্ণ হচ্ছে মোদি সরকারের। প্রতিশ্রুতি অনুযায়ী, ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতির দিকে চলেছে দেশ। পাশাপাশি প্রশ্নও উঠেছে, বেকারত্ব বেড়ে চলেছে। বিশ্ব ক্ষুধার সূচকেও ক্রমশই নিচে নামছে ভারত। এই অবস্থায় ২৫ বছরের মধ্যে কি করে ভারত উন্নত দেশে পরিণত হবে? নাকি লোকসভা নির্বাচনের আগে স্বপ্ন দেখানো প্রধানমন্ত্রীর প্রচারকৌশল? প্রশ্ন তুলতে শুরু করেছে ওয়াকিবহাল মহল।

তাঁর কথায়, ‘সাম্প্রতিক অতীতে আমরা দেশের স্বাধীনতার ৭৫ বছর পালন করেছি। আর এবার ভারত আগামী ২৫ বছরের লক্ষ্যে এগোতে চায়। স্বাধীনতার ১০০ বছরের পূর্তিতে এই দেশকে উন্নত দেশে পরিণত করা হবে। আর তাই আগামী ২৫ বছর ভারতের অমৃত কাল । এই অমৃত কালে এটাই প্রথম ভাইব্র্যান্ট গুজরাত গ্লোবাল সামিট। আর তাই এটা আরও বেশি তাৎপর্যপূর্ণ। শতাধিক দেশের প্রতিনিধিরা এতে যোগ দিয়েছেন। তাঁরা সকলেই ভারতের এই যাত্রার শরিক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + six =