নয়াদিল্লি : ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের বৈঠককে স্বাগত জানাল ভারত। বিদেশ মন্ত্রক বিজ্ঞপ্তি প্রকাশ করে এই মন্তব্য করেছে। যুদ্ধের অবসানের জন্য দুই দেশের রাষ্ট্রনেতার বৈঠককে স্বাগত জানিয়েছে ভারত।
আলাস্কায় ট্রাম্প ও পুতিনের মধ্যে বৈঠককে স্বাগত জানিয়ে বিদেশ মন্ত্রক জানিয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠককে ভারত স্বাগত জানাচ্ছে। আলাস্কা সামিটের অগ্রগতি প্রশংসনীয়। রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পরে আলাস্কা থেকে ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প।
ফেরার পথে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ন্যাটো সদস্য রাষ্ট্রগুলির নেতৃত্বদের সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে কথা বলেছেন। তবে কী বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে তা জানা যায়নি।

