সাফ অনুর্ধ্ব -১৭ চ্যাম্পিয়নশিপ ফাইনালে মুখোমুখি ভারত বনাম বাংলাদেশ। শ্রীলঙ্কার রেসকোর্স আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার মুখোমুখি হবে দুই দল। নেপালকে সেমিফাইনালে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে ভারতের অনুর্ধ্ব -১৭ জাতীয় দল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত একাদশতম সাফ চ্যাম্পিয়ন ট্রফির হদিশে রয়েছে।
বাংলাদেশের সঙ্গে বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে ভারত। পাকিস্তানকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। গ্রুপ পর্যায়ে বাংলাদেশ নেপাল ও শ্রীলঙ্কাকেও হারিয়ে এসেছে। ভূটানে গতবার সাফ চ্যাম্পিয়নশিপের রানার্স আপ ছিল বাংলাদেশ। ভারতের কোচ বিবিয়ানো ফার্নান্দেজ অবশ্য নিজের ছেলেদের নিয়ে আত্মবিশ্বাসী। ম্যাচের আগে তিনি বলেন, ‘বাংলাদেশ অনেক বেশি অভিজ্ঞতা নিয়ে ফাইনালে আসছে। তারা ভারসাম্য মূলক দল, আমরা তাদের শক্তিকে সম্মান করি। আমরা আমাদের পরিকল্পনায় ঠিক থাকতে চাই। খেলোয়াড়েরা উদ্ধুদ্ধ আছে এবং আমরা জেতার জন্য সব রকম চেষ্টা করব।”

