রাষ্ট্রসংঘে প্রথমবার রাশিয়ার (Russia) বিরুদ্ধে ভোট দিল ভারত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে রাষ্ট্রসংঘের (UN) অধিবেশনে ভিডিও কনফারেন্সে আমন্ত্রণ জানানো হয়। তাঁকে সভায় বক্তৃতা দিতে অনুমতি দেওয়া হবে কিনা, সেই সিদ্ধান্ত নিতে ভোটাভুটি হয়। বুধবারের সেই ভোটাভুটিতে প্রথমবার রাশিয়ার বিরুদ্ধে মতামত জানাল ভারত (India)। রাষ্ট্রসংঘে ইউক্রেনে হামলা সংক্রান্ত ভোটাভুটিতে অংশগ্রহণ করেনি ভারত। প্রথমবার নিজেদের অবস্থান বদল করল নয়াদিল্লি।
২৪ আগস্ট ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে জেলেনস্কিকে নিরাপত্তা পরিষদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়। তিনি বক্তব্য পেশ করতে পারবেন কিনা, সেই বিষয়টি নিয়েই ভোটাভুটি শুরু হয়। স্বভাবতই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয় রাশিয়া। বরাবরের অবস্থান বজায় রেখে ভোটদান থেকে বিরত থাকে চিন। পনেরো সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট দেয় ভারত-সহ তেরোটি দেশ। কিন্তু প্রথমবার প্রকাশ্যে রাশিয়ার বিরুদ্ধে গেল ভারত। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে ভারতের তরফে নিরপেক্ষ অবস্থান গ্রহণ করার কথা বলা হয়েছে।
গত ছ’মাসে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ, সাধারণ সভা এবং মানবাধিকার পরিষদে ইউক্রেনে রুশ হামলার বিরুদ্ধে আমেরিকা-সহ পশ্চিমী দুনিয়ার আনার একাধিক প্রস্তাবে ভোটদান থেকে বিরত থেকেছে নরেন্দ্র মোদি সরকার। তবে কয়েক মাস আগে আন্তর্জাতিক আদালতে ইউক্রেনে রুশ সামরিক অভিযান নিয়ে উদ্বেগ এবং আশঙ্কা প্রকাশ করে গৃহীত প্রস্তাব ভারত সমর্থন করেছিল।
বিশেষজ্ঞদের মতে, রাশিয়ার বিরুদ্ধে ভোট না দেওয়ার কারণে ভারতের উপরে বেশ ক্ষুব্ধ পশ্চিমি দেশগুলি। ফলে ওয়াকিবহাল মহলের অনুমান, পশ্চিমি দেশগুলির সুনজরে থাকতেই হয়তো নতুন কৌশল নিচ্ছে ভারত।