ওয়েস্ট ইন্ডিজ সফরে জয় দিয়েই ওয়ান ডে সিরিজ শুরু করল ভারত

সিরিজ শুরুর আগে ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছিলেন, নতুনদের সুযোগ দেওয়াই মূল লক্ষ্য হবে। ওয়ান ডে বিশ্বকাপের কথা মাথায় রেখে একাদশে তরুণদেরই সুযোগ দেওয়া হল। অভিষেক হল পেসার মুকেশ কুমারের। কিপিংয়ে অগ্রাধিকার দেওয়া হল সদ্য টেস্ট ক্রিকেটে পা রাখা ঈশান কিষাণকে। ম্যাচের আগে ধোঁয়াশা ছিল ঈশান ও সঞ্জুর মধ্যে কে খেলবেন, সেটা নিয়ে। ঈশানকে খেলানো হল এবং নজরও কাড়লেন এই তরুণ কিপার-ব্যাটার। মাত্র ১১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং অর্ডারে নানা পরীক্ষা হল। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম যোগ্যতা অর্জন করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ফলে তাদের কাছে ভারতের বিরুদ্ধে সিরিজ স্রেফ মর্যাদা রক্ষার। যদিও ভারতের কাছে এই সিরিজের আলাদা গুরুত্ব রয়েছে। বিশ্বকাপের জন্য রিজার্ভবেঞ্চ শক্তিশালী করার পাশাপাশি সেরা কম্বিনেশন খুঁজে নেওয়াই লক্ষ্য। নতুন বলে হার্দিকের বোলিং করাটা ভারতের জন্য ইতিবাচক ইঙ্গিত। ভালো বোলিং করেন হার্দিক। নজর কাড়েন অভিষেক ম্যাচ খেলতে নামা মুকেশ কুমার। তবে বোলিংয়ে এই ম্যাচে প্রাপ্তি কুলদীপ যাদব। মাত্র তিন ওভারে ৬ রান দিয়ে চার উইকেট। তাঁর এবং রবীন্দ্র জাডেজার অনবদ্য বোলিংয়ের সৌজন্যেই ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১১৪ রানে অলআউট করা গিয়েছে। ব্যাটিংয়েও তরুণদের সুযোগ দেওয়াই মূল লক্ষ্য ছিল রোহিত শর্মার। শুভমন গিলের সঙ্গে ওপেনিংয়ে নামানো হয় ঈশান কিষাণকে। শুভমন অবশ্য বড় রান পেলেন না। তিনে নামানো হল সূর্যকুমার যাদবকে। শুরুটা ভালো করলেও বড় ইনিংস এল না স্কাইয়ের ব্যাটে। চারে নামেন সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া। অল্প রানের লক্ষ্য থাকায় রোহিত-বিরাট নামতে চাইছিলেন না। যদিও ৯৭ রানে পাঁচ উইকেট হারানোর পর নামলেন রোহিত শর্মা। ঈশান কিষাণ অবশ্য ব্যাট হাতে নজর কাড়লেন। পোর্ট অব স্পেনে টেস্ট কেরিয়ারের প্রথম হাফসেঞ্চুরি করেছিলেন। ওয়ান ডে-তেও সেই ছন্দ ধরে রাখলেন। ৪৬ বলে ৫২ রানে ফেরেন তিনি। রোহিত (১২) ও জাডেজা (১৬) ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। ২২.৫ ওভারেই লক্ষ্যে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =