নীতীশের সেঞ্চুরিতে ফলোঅন এড়িয়ে কিছুটা স্বস্তিতে ভারত

কলকাতা : নীতীশের সেঞ্চুরিতে ফলোঅন এড়িয়ে চতুর্থ টেস্টের ৩ দিনে ভারত কিছুটা স্বস্তিতে। স্কট বোল্যান্ডের বলটি নীতীশ কুমারের দর্শনীয় শটে মিড অন দিয়ে সীমানা পেরিয়ে যেতেই উল্লাসে ফেটে পড়ল গ্যালারি। দলের মহাবিপদে ৮ নম্বরে নেমে কেরিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকালেন নীতীশ কুমার । এটি তাঁর পঞ্চম টেস্ট। নীতীশের ব্যাটেই মেলবোর্নে ফলোঅন এড়িয়ে লড়াইয়ে ফিরেছে ভারত।

দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার ৪৭৪ রানের জবাবে অস্ট্রেলিয়ার বোলারদের দাপটে ধসে পড়েছিল ভারতের টপ অর্ডার। এরই মাঝে যশস্বী জয়সয়াল আর বিরাট কোহলির ১০৩ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় ভারত । কিন্তু মাত্র ৮ বলের ব্যবধানে এই দুই ব্যাটার আউট হলে আবার বিপদে পড়ে ভারত। শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৬৪ রান নিয়ে ভারত দ্বিতীয় দিন শেষ করেছিল। শঙ্কা জেগেছিল ফলোঅনের লজ্জার।

শনিবার ৩ দিনে ৮ম উইকেটে ১২৭ রানের দারুণ জুটি গড়েন নীতীশ রেড্ডি আর ওয়াশিংটন সুন্দর। এই জুটিতেই ফলোঅন এড়িয়ে ছুটতে থাকে ভারত। ওয়াশিংটন সুন্দর ১৬২ বলে ৫০ রান করে নাথান লায়নের শিকার হন। তবে ১৭১ বলে ১০টি ৪ এক ছক্কায় কেরিয়ারের প্রথম সেঞ্চুরি ১০৩ রান করে ২১ বছরের পেস বোলিং অল-রাউন্ডার নীতীশ এখনও অপরাজিত আছেন। সঙ্গে আছেন শেষ ব্যাটসম্যান মোহাম্মদ সিরাজ। দিনের শেষে ভারতের সংগ্রহ ৯ উইকেটে ৩৫৮ রান। এখনো তারা ১১৬ রানে পিছিয়ে আছে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 1 =