এশিয়া কাপে তিন বার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান!

সিনিয়রদের এশিয়া কাপের সূচি এখনও প্রকাশ হয়নি। এরই মাঝে সামনে এসেছে আসন্ন এশিয়া কাপের খসড়া সূচি। এদিকে শ্রীলঙ্কায় হচ্ছে এমার্জিং এশিয়া কাপ। কলম্বোতে আজ, বুধবার দুপুর ২টো নাগাদ রয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ। আজ যে দল জিতবে তারা টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে যাবে। এরই মাঝে জানা গিয়েছে সিনিয়রদের এশিয়া কাপের সূচি নিয়ে বড় আপডেট। আজ, বুধবার পিসিবির পক্ষ থেকে এশিয়া কাপের সূচি ঘোষণা হতে পারে। ভারত-পাকিস্তান এ বারের এশিয়া কাপে তিন বার মুখোমুখি হতে পারে। সংবাদ ওয়েবসাইট ESPNcricinfo-র রিপোর্ট অনুযায়ী, ৩০ অগস্ট নেপালের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচ খেলবে আয়োজক পাকিস্তান। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পরিকল্পনা অনুযায়ী, ৩১ অগস্ট এ বারের এশিয়া কাপ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আপাতত যা পরিস্থিতি তাতে একদিন আগে অর্থাৎ ৩০ অগস্ট টুর্নামেন্ট শুরু হয়ে যাবে। আর বহু প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ হবে ২ সেপ্টেম্বর, শ্রীলঙ্কার ক্যান্ডিতে। এ বারের এশিয়া কাপে ১৩টি ম্যাচ হবে। গ্রুপ এ-তে রয়েছে পাকিস্তান, ভারত, নেপাল এবং শ্রীলঙ্কা। গ্রুপ-বি-তে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশ। দুই গ্রুপের সেরা ২ দল সুপার ফোর-এ খেলার যোগ্যতা অর্জন করবে। এবং ওই পর্বের সেরা ২ দল ফাইনালে মুখোমুখি হবে। এ বারের এশিয়া কাপ হবে ৫০ ওভারের ফর্ম্যাটে। চলতি বছরেই হবে ওডিআই বিশ্বকাপ। ফলে নেপাল ছাড়া বাকি ৫ দলের কাছে এ বারের এশিয়া কাপ হতে চলেছে ওডিআই বিশ্বকাপের প্রস্তুতি। খসড়া সূচি অনুযায়ী সুপার ফোরের ১টি ম্যাচ ৬ সেপ্টেম্বর হবে। এ১ এবং বি-২-এর মধ্যে সেই ম্যাচটি পাকিস্তানে খেলা হবে। আর যদি পাকিস্তান ও ভারত সুপার ফোর পর্বে পৌঁছে যায়, তা হলে এই দুই দল আবার ১০ সেপ্টেম্বর ক্যান্ডিতে খেলবে। আর ফাইনালে যদি ফের দেখা যায় ভারত-পাক মহারণ, তা হলে সেটি হবে ১৭ সেপ্টেম্বর, কলম্বোতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − six =