ভারত-পাকিস্তান ম্যাচে ১৫ হাজার টিকিট অবিক্রিত!

ভারত আর পাকিস্তান যে খেলাতেই মুখোমুখি হোক না কেন, আগ্রহ তুঙ্গে থাকবে। উত্তেজনার পারা চড়বে। হামলে পড়বে দু’দেশের মানুষ। ক্রিকেট হলে তাই আকাশ ছোঁয়। এর ব্যতিক্রমও কি হতে পারে? রোহিত শর্মা বনাম বাবর আজমের টিমের ম্যাচ অথচ গ্যালারি ভরল না? যে কেউ শুনলে বলবেন, না এমনটা হতে পারে না! অবিশ্বাস্য হলেও এমনই ঘটল এশিয়া কাপে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের ম্যাচ হলেও স্টেডিয়াম ভরল না। যা এশিয়ান ক্রিকেট কাউন্সিলকেও বেশ অস্বস্তিতে ফেলে দিয়েছে। কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে কলম্বোর মনসুনকে। এশিয়া কাপের শুরু থেকে শ্রীলঙ্কায় প্রবল বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার যা পূর্বাভাস, তাতে ভারত-পাকিস্তান ম্যাচ রবিবার শেষ না হওয়ার সম্ভাবনাই বেশি। ভারী বৃষ্টি হতে পারে সন্ধের পর। আর তা হলে পাকিস্তানের ব্যাটিং না হওয়ার সম্ভাবনাই বেশ। তেমন ঘটতে পারে, বুঝতে পেরে আগাম ব্যবস্থা নিয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান জয় শাহ। প্রথমে চেষ্টা করা হয়েছিল ভারত-পাকিস্তান সহ এশিয়া কাপের বাকি ম্যাচ ডাম্বুলায় পাঠাতে। লাইভ স্ট্রিমিংয়ের দায়িত্বে থাকা টিভি চ্যানেলের আপত্তির কারণে তা সম্ভব হয়নি। অন্য দিকে আবার স্পনসরদের দিক থেকে চাপ ছিল এসিসির উপর। তাই শুধু মাত্র ভারত-পাকিস্তান ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। রবিবার পুরো ম্যাচ না হলে সোমবার বাকি ম্যাচ হবে। তাতেও শেষ রক্ষা হল না। সমর্থকরা সাড়া দিল না রোহিত-বাবরদের ম্যাচ দেখার জন্য। প্রায় ১৫ হাজার গ্যালারির টিকিট অবিক্রিত রইল। যা বেশ অবাক করার ঘটনা। ৩৫ হাজার দর্শক ধরে প্রেমাদাসা স্টেডিয়ামে। ম্যাচের ২৫ ওভারের মাথায় বৃষ্টির কবলে পড়ল ভারত-পাকিস্তান মহারণ। রিজার্ভ ডে আছে ঠিকই, কিন্তু সোমবার বাকি ম্যাচ হলে গ্যালারিতে তাঁদের দেখা পাওয়া যাবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =