ইংল্যান্ডের সিরিজ জয় নাকি ভারতের ড্র! ওভালে দুটি সম্ভাবনাই রয়েছে। যদিও পরিসংখ্যান বলছে, দ্বিতীয়টির সম্ভাবনা প্রবল। আর ইংল্যান্ডকে জিততে হলে ইতিহাস গড়তে হবে। ওভালে শেষ ইনিংসে সর্বাধিক ২৫৩ রান তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে। সেটি শতাব্দী প্রাচীন রেকর্ড। গত এক যুগে এত বড় টার্গেট তাড়া হয়নি ওভালে। দ্বিতীয় ইনিংসে ভারতের দুর্দান্ত ব্যাটিং। যশস্বী জয়সওয়ালের সেঞ্চুরি, স্যর রবীন্দ্র জাডেজার হাফসেঞ্চুরি, ওয়াশিংটন সুন্দরের বিধ্বংসী ব্যাটিং। ইংল্যান্ডকে ৩৭৪ রানের বিশাল টার্গেট দিয়েছে ভারত। পরিসংখ্যানের নিরিখে বলাই যায়, এই টার্গেট ধরাছোঁয়ার বাইরে। তবে এই সিরিজের প্রথম টেস্টে ভারতের বিরুদ্ধে ৩৭১ রান তাড়া করে জিতেছিল ইংল্যান্ড। কিন্তু ওভালের পরিস্থিতি আলাদা।
ক্রিস ওকস নেই। ম্যাচের প্রথম দিন কাঁধে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। গ্রিন টপে বোলিংয়েও ভুগেছে ইংল্যান্ড। তার উপর ক্যাচ মিস। ভরপুর সুযোগ নিয়েছেন ভারতীয় ব্যাটাররা। যশস্বী, আকাশ দীপের ইনিংস ছাড়াও মিডল অর্ডারে প্রত্য়েকেই অবদান রেখেছেন। রবীন্দ্র জাডেজা এই সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছেন। পাঁচটি হাফসেঞ্চুরি এবং একটি সেঞ্চুরির ইনিংস। সিরিজে প্রথম বার এই ম্যাচেই দ্বিতীয় ইনিংসে আউট হলেন জাড্ডু। প্রথম চার টেস্টে দ্বিতীয় ইনিংসে তাঁকে আউট করা যায়নি।
প্রাথমিক ভাবে মনে হয়েছিল, ৩২০-এর মধ্যে শেষ হয়ে যাবে ভারতের ইনিংস। সঙ্গীর অভাব। তবে ওয়াশিংটন এতটাই সুন্দর ব্যাটিং করেন যে ভারত সহজেই সাড়ে তিনশো পেরিয়ে যায়। ওয়াশিংটন সুন্দর মাত্র ৪৬ বলে ৫৩ রান করেন। ৩৭৪ রান তাড়ায় ইংল্যান্ড বাজবল স্টাইলেই শুরু করে। দিন শেষে জ্যাক ক্রলির উইকেট তুলে নিয়েছেন সিরাজ। ম্যাচের এখনও দু-দিন বাকি। ইংল্যান্ডের চাই আরও ৩২৪ রান। ভারতের প্রয়োজন ৮ উইকেট।

