টেস্টের প্রথম ম্যাচে জার্মানির কাছে হার মেনেছিল ভারতের হকি দল। দ্বিতীয় ম্যাচে ভারত ৫-৩ গোলে জিতলেও সিরিজ হারতে হল ভারতকে।
ভারত-জার্মানি টেস্টের দ্বিতীয় ম্যাচ ভারত জেতার ফলে সিরিজের ফলাফল হয় ১-১। ফলে পেনাল্টি শুট আউট হয়। পেনাল্টি শুট আউটে জার্মানি ৩-১ গোলে জিতে নেয়। ফলে সিরিজ হারতে হল ভারতের হকি দলকে।
বিরতির সময়ে ভারত পিছিয়ে ছিল ১-০ গোলে। কিন্তু তার পরে ম্যাচের গতপ্রিকৃতি বদলে যায়। তৃতীয় কোয়ার্টারে ভারত চার-চারটি গোল করে। ভারতের পাঁচ গোলের মধ্যে হরমনপ্রীত সিং ও সুখজিত দু’টি করে গোল করেন। অভিষেক একটি গোল করেন।
পেনাল্টি শুট আউটে হরমনপ্রীত ও অভিষেক গুরুত্বপূর্ণ পেনাল্টি নষ্ট করেন।
এর আগের ম্যাচে জার্মানি ২-০ গোলে হারিয়েছিল ভারতকে। সেই ম্যাচ ভারত হেরে গেলেও অসংখ্য গোলের সুযোগ তারা তৈরি করেছিল। আটটি পেনাল্টি কর্নার নষ্ট করেছিল ভারত। অধিনায়ক হরমনপ্রীত সিংয়ের পেনাল্টি থামিয়ে দেন জার্মানির গোলকিপার।
এদিনও মোক্ষম সময়ে হরমনপ্রীতের স্টিক বিশ্বাসঘাতকতা করে বসে। ম্যাচ জিতেও সিরিজ হারতে হল ভারতকে।