ইরাকের বিরুদ্ধে ক্লোজ প্রীতি ম্যাচে ১-২ গোলে হার ভারতের অনূর্ধ্ব-২৩ দলের। ম্যাচের প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন বঙ্গ সন্তান সাহিল হরিজন। ইউনাইটেড স্পোর্টসের স্ট্রাইকার সাহিল হরিজন নজর কেড়েছেন কলকাতা লিগ ও আইলিগ ২ -এর ম্যাচগুলিতে।
সোমবার মালয়েশিয়ার কুয়ালালামপুরের ইউএম এরিনা স্টেডিয়ামে ৩৬ মিনিটে ধুলফিকার ইউনুসের গোলে ইরাক এগিয়ে যায়। এরপর ৩৯ মিনিটে মহম্মদ সানানের গোলে সমতায় ফেরে ভারত। ৭২ মিনিটে ইরাকের হয়ে জয়সূচক গোলটি করেন মুস্তাফা নোয়াফ জাই। আগামী ২৮ আগস্ট কুয়ালালামপুরে ইরাকের বিরুদ্ধে আরেকটি ক্লোজ ডোর প্রীতি ম্যাচ খেলবে ভারত। নওশাদ মুসার কোচিংয়ে ভারত আগামী ৩ থেকে ৯ সেপ্টেম্বর দোহায় অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বের জন্য প্রস্তুতি নিচ্ছে।

